ঢাকা শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

স্বেচ্ছায় রক্তদান

নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৫, ০১:২৫ এএম

নড়াইলে হরি-গুরুচাঁদ মতুয়া মিশনের উদ্যোগে দলপতিদের সম্মাননা, স্বেচ্ছায় রক্তদান, বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার লোহাগড়া উপজেলার লক্ষীপাশা সিদ্ধেশ্বরী কালি মন্দির প্রাঙ্গণে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন মতুয়া মিশনের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি মতুয়া মাতা সুবর্ণা ঠাকুর। সভাপতিত্ব করেন নড়াইল জেলা সভাপতি মতুয়া রতœ অসিম পাল। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মহামতুয়াচার্য পদ্মনাভ ঠাকুর। মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন জয়পুর লোহাগড়ার শ্রীপাঠ তারক গোসাইয়ের উত্তরসূরি অজয় গোসাই। কর্মসূচিতে বিপুলসংখ্যক মতুয়াভক্ত ও স্থানীয় মানুষ অংশ নেন। স্বেচ্ছায় রক্তদান ও বৃক্ষরোপণ তরুণদের মধ্যে উৎসাহ জাগায় বলে আয়োজকরা জানান।