হংকংকে হারিয়ে এশিয়া কাপে অভিযান শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। আবুধাবির মাঠে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় দুই দলের ম্যাচটি শুরু হবে। এই ম্যাচ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে এ কথাই বলেছেন বাংলাদেশ দলের অলরাউন্ডার তানজিম হাসান সাকিব।
এশিয়া কাপের সুপার ফোরে খেলতে হলে বাংলাদেশের জন্য শ্রীলঙ্কার ম্যাচটি গুরুত্বপূর্ণ? তানজিম বলেন, ‘আমরা জয়ের জন্যই মাঠে নামব। শ্রীলঙ্কার গত সিরিজে আমরা জিতেছি। এটি আমাদের আত্মবিশ^াস জোগাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে আমরা অনেক ম্যাচ খেলেছি। এশিয়া কাপের আগে টি-টোয়েন্টি সিরিজ, টেস্ট ও ওয়ানডে খেলেছি। আমরা প্রত্যেকে প্রত্যেককে ভালো করে জানি। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী খেলব। তবে তাদের কিছু ভালো খেলোয়াড় আছে। আমরা তাদের বিপক্ষে লড়াই করব। আমরা আমাদের সেরা ক্রিকেটটাই খেলব।’ যেকোনো দলের বিপক্ষে খেলা হোক না কেন, জয় পাওয়াটাই হলো মুখ্য বিষয়। তানজিম সাকিব বলেন, ‘আমরা জেতার জন্য নামব মাঠে। রাইভালরি এগুলো আসলে মুখ্য বিষয় না। ম্যাচ জেতাটাই বেশি গুরুত্বপূর্ণ।’ তানজিম জানান, প্রবাসী বাংলাদেশিরা মাঠে দলকে যে সাপোর্ট দিয়ে থাকে, সেটি দলকে আরও ভালো খেলতে উৎসাহিত করে। তিনি বলেন, ‘বাংলাদেশের দর্শক এখানে (আমিরাতে) সব সময় সাপোর্ট দেন। আমরা যখন খেলি, তারা মাঠে আসেন। এটি মাঠে আমাদের উৎসাহ জোগায়। আমাদের সাপোর্টার আবেগপ্রবণ। এ জন্য আমরা যেখানেই যাই, তারা আমাদের সাপোর্ট দিতে আসেন।’
দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার ডেল স্টেইনের খেলা দেখে বড় হয়েছেন তানজিম সাকিব। তাকেই অনুসরণ করেন তিনি। হয়তো এ কারণে আগ্রাসী বোলিংয়ের মনোভাবটা তার এসেছে। তবে এটি যেকোনো খেলোয়াড়ের সহজাত বৈশিষ্ট্য। মোস্তাফিজুর রহমানও বিধ্বংসী পেসার। কিন্তু তার মধ্যে আগ্রাসী মনোভাবটা দেখা যায় না। তানজিম বল করার সময় থাকেন বেশ আগ্রাসী, উইকেট পেলে উদযাপনে শরীরী ভাষায় ছড়ান উত্তাপ। কথা বলায় এমনিতে শান্ত স্বভাবের হলেও বাংলাদেশকে নিয়ে চলা নানান বিশ্লেষকদের কথার কড়া জবাব দিলেন তিনি। সম্প্রতি সাবেক ভারতীয় ক্রিকেটার রবীচন্দ্রন অশি^ন এক বিশ্লেষণে বাংলাদেশের পারফরম্যান্সের সমালোচনা করেছেন। এ প্রসঙ্গে তানজিম বলেন, ‘দেখেন, আপনি কারো মুখ আটকাতে পারবেন না। আমার মুখ আছে, আমি যা ইচ্ছা বলতে পারব। বিশেষ করে যারা চুক্তির মধ্যে নাই। কাজেই এগুলো আসলে ব্যাপার না। কে কী বলল-না বলল (ব্যাপার না)।
আমরা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করি। আমরা এখানে একটা লক্ষ্য নিয়ে এসেছি। আমরা আমাদের সেরাটা খেলব। এখন আমাদের কে বড় দল, ছোট দল বলল, ওটা আসলে দেখার টাইমও নেই। এটা দেখার কোনো বিষয় না আমি মনে করি।’ এশিয়া কাপের সুপার ফোরে ওঠার ক্ষেত্রে বাংলাদেশের চেয়ে আফগানিস্তানকে বেশি ফেভারিট মনে করেন অনেকেই। এমনকি শ্রীলঙ্কার চেয়েও আফগানদের এগিয়ে রাখা হয় এই সংস্করণে। এশিয়ার দ্বিতীয় সেরা দল হিসেবে আফগানরা যদি নিজেদের দাবি করে, তাহলে সেটা বুমেরাং করে দিতে চান তানজিম। তিনি বলেন, ‘দাবি তারা করতে পারে (এশিয়ার দ্বিতীয় সেরা হিসেবে), তবে এটা সহজ হবে না। আমাদের বিপক্ষে তাদের খেলাটা সহজ হবে না। আমাদের পরের লক্ষ্য শ্রীলঙ্কার সঙ্গে, ওটা জেতার পরে ইনশাআল্লাহ (আফগানিস্তানকে হারানো)’।