ঢাকা শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

মশক নিধন অভিযান

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৫, ১২:৫৬ এএম

ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মশাবাহিত রোগ প্রতিরোধে রাজশাহীর পুঠিয়া পৌরসভায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী মশক নিধন কার্যক্রম। গত শুক্রবার সকাল ৯টা থেকে এ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবু দাশ। পৌরসভা সূত্রে জানা যায়, প্রতিদিন পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে নালা-নর্দমা, ড্রেন, খোলা জলাশয় ও আবাসিক এলাকায় মশা নিধনের ওষুধ ছিটানো হচ্ছে। একই সঙ্গে পরিচ্ছন্নতা কার্যক্রমও চালানো হচ্ছে। পৌরসভার এক কর্মকর্তা বলেন, ‘মশার বংশবিস্তার রোধে এই অভিযান চালানো হচ্ছে। তবে নাগরিকদের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ ছাড়া এ কার্যক্রম সফল হবে না।’ স্থানীয় বাসিন্দা রুহুল আমিন বলেন, ‘সঠিক সময়ে এ ধরনের কার্যক্রম শুরু হওয়ায় আমরা আশাবাদী। তবে নিয়মিতভাবে উদ্যোগ চালু থাকলে আরও ভালো হতো।’