ঢাকা শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

নির্বাচন কমিশনারের পদত্যাগকে ‘প্রতারণা’ বলল জাবি শিবির

রূপালী ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৫, ১০:৪৫ পিএম
প্রেসব্রিফিং করে জাকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেল— ‘সমন্বিত শিক্ষার্থী জোট। ছবি- সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেলের ভিপি প্রার্থী আরিফ উল্লাহ বলেছেন, নির্বাচন কমিশনারের পদত্যাগ ‘লেজ গুটিয়ে পালানোর মতো এক ধরনের প্রতারণা’।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এই কথা বলেন তিনি। 

এসময় ছাত্রশিবিরের নেতাকর্মীরা ‘এক দুই তিন চার, জাকসু আমার অধিকার’ এবং ‘তুমিও জানো, আমিও জানি, আমরা সবাই জাকসু মানি’ স্লোগান দেন।

এরআগে, শুক্রবার রাত ৯টার দিকে ফার্মেসি বিভাগের অধ্যাপক ও বিএনপিপন্থি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাফরুহী সাত্তার পদত্যাগের ঘোষণা দেন। তিনি সাংবাদিকদের কাছে নির্বাচনের অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ তুলে বলেন, নির্বাচনি কার্যক্রমে অংশ নেওয়া সম্ভব হচ্ছে না।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত জাকসু ভোটের গণনা ওএমআর মেশিনে করার কথা থাকলেও ছাত্রদলের অভিযোগের কারণে তা হাতে গণনার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। ফলে শুক্রবার রাত সাড়ে ১০টায়ও ভোট গণনা শেষ করা যায়নি।

ছাত্রদলের পাশাপাশি চারটি প্যানেল কারচুপির অভিযোগ তুলে নির্বাচন বর্জন করেছে। এছাড়া বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও সরে দাঁড়িয়েছেন। মাফরুহী সাত্তারের পদত্যাগের সঙ্গে সাথে চারজন শিক্ষকও নির্বাচনি কার্যক্রম থেকে সরে গেছেন।