ঢাকা শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

রাজধানীতে আওয়ামী লীগের ৩০ নেতাকর্মী গ্রেপ্তার

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৫, ১১:২৮ পিএম
  • সারা দেশে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৮০৯

রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৩০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গত বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এদিকে সারা দেশে ২৪ ঘণ্টার অভিযানে ১ হাজার ৮০৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

ডিএমপির ডিসি (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান জানান, রাজধানীর দারুসসালাম, মিরপুর, রমনা ও গুলশান এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৩০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

দারুসসালামের টেকনিক্যাল মোড়ে ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় দারুসসালাম থানা পুলিশের গ্রেপ্তার ১২ জন হলেনÑ নাটোর জেলার বড় বড়াই গ্রামের যুবলীগের সদস্য মো. আল আমিন; আওয়ামী লীগের সদস্য মো. আক্কাস মিয়া; চাঁদপুর সদর ১২নং চন্দ্রা ইউনিয়ন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক মো. সোহাগ মাঝি; আওয়ামী লীগের সদস্য মো. নেছার মিয়া; আওয়ামী লীগের সদস্য মো. ইউসুফ আলী; আওয়ামী লীগের সদস্য মো. ফারুক হোসেন; আওয়ামী লীগের সদস্য মো. মকবুল মৃধা; আওয়ামী লীগের সদস্য মো. মানিক মিয়া; আওয়ামী লীগের সদস্য মো. শাহীন; আওয়ামী লীগের সদস্য মো. নাঈম; আওয়ামী লীগের সদস্য মো. এমদাদুল হক এবং আওয়ামী লীগের সদস্য মো. আব্দুল আলীম।

মিরপুরের পাইকপাড়া ডি-টাইপ স্টাফ কোয়ার্টারের ১ নম্বর গেটের সামনে ঝটিকা মিছিলের সময় মিরপুর থানা পুলিশের গ্রেপ্তার ৬ জন হলেনÑ পাবনা জেলার সুজানগর পৌর যুবলীগের সভাপতি ও সুজানগর উপজেলা ছাত্রলীগের ভাইস চেয়ারম্যান মো. জুয়েল রানা; চট্টগ্রাম মহানগরের এজিএস ইসলামিয়া কলেজ ছাত্রলীগের কর্মী আল নমান সাইফ; চট্টগ্রাম জেলা যুবলীগের কর্মী মো. জুলহাস; ছাত্রলীগের কর্মী ইমন হোসেন খান মানিক; আওয়ামী লীগের কর্মী মো. সাগর হোসেন এবং আওয়ামী লীগের কর্মী মো. ওহিদুল ইসলাম সুমন। এ ছাড়া, গতকাল ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় রমনা ও গুলশান থানা পুলিশ ১২ জনকে গ্রেপ্তার করেছে।

এদিকে, সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে চিহ্নিত শীর্ষ সন্ত্রাসীসহ ১ হাজার ৮০৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ২৮১ জন এবং অন্যান্য ঘটনায় ৫২৮ জন রয়েছে। গত বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ (শুক্রবার) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, একটি ওয়ান শুটারগান, একটি দেশীয় পিস্তল, ৪ রাউন্ড গুলি, ৪টি বার্মিজ চাকু এবং একটি রাবার কার্তুজ উদ্ধার করা হয়। পুলিশের বিশেষ এ অভিযান চলবে বলে জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এ এইচ এম শাহাদাত হোসাইন।

জানা গেছে, গ্রেপ্তারদের মধ্যে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রয়েছেন। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। গত বেশ কিছুদিন ধরেই জুলাই গণঅভ্যুত্থানের মামলার আসামিসহ অন্যান্য মামলার আসামিদের ধরতে সারা দেশে সাঁড়াশি অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই অভিযান সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই পরিচালনা এবং গ্রেপ্তার করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।