পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে গত দু’দিনে চালানো পৃথক সেনা অভিযানে ১৯ জন সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে। বৃহস্পতিবার পাকিস্তান সেনাবাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
পাকিস্তান সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, খাইবার পাখতুনখোয়া প্রদেশের মোহমান্দ জেলায় তীব্র গোলাগুলির পর নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত ১৪ জন সন্দেহভাজন জঙ্গি নিহত হয়। এ ছাড়া উত্তর ওয়াজিরিস্তান এলাকা এবং সীমান্তবর্তী বান্নু জেলায় চালানো দুটি পৃথক অভিযানে আরও পাঁচ জন সন্দেহভাজন জঙ্গি নিহত হয়।
বিবৃতিতে জানানো হয়, নিহতদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। তারা ওই এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।
পাকিস্তানের নিরাপত্তা বাহিনী দেশ থেকে সন্ত্রাসবাদ নির্মূলের ব্যাপারে অঙ্গীকারবদ্ধ বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর ওপর হামলার প্রবণতা বেড়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। ইসলামাবাদ অভিযোগ করছে, এ ধরনের হামলার পেছনে রয়েছে আফগানিস্তানভিত্তিক জঙ্গিরা, যারা তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-এর সহযোগী বিভিন্ন নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যুক্ত। তবে কাবুল এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে।