বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা ও নির্বিঘ্ন সংবাদ সংগ্রহ নিশ্চিত করতে নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে সাংবাদিকদের হয়রানি, ভয়ভীতি বা বাধা দেওয়া হলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাহাত হোসাইন ফয়সাল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, সংস্কৃতি, গবেষণা ও বিভিন্ন কার্যক্রম নিয়ে সংবাদ সংগ্রহ করেন সাংবাদিকরা। শিক্ষা ও তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সংবাদকর্মীদের প্রতি শ্রদ্ধাশীল এবং সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সহানুভূতিশীল।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংবাদিকদের কাজ নির্বিঘ্ন করতে ক্যাম্পাসের শিক্ষার্থী, বিভাগ, দপ্তর, হল ও নিরাপত্তা বাহিনীকে চারটি নির্দেশনা মানতে হবে। এর মধ্যে রয়েছে: সাংবাদিকদের পরিচয়পত্র প্রদর্শনের পর তথ্য বা সংবাদ সংগ্রহে সহযোগিতা করা, কোনো ধরনের অসদাচরণ বা হয়রানিমূলক আচরণ থেকে বিরত থাকা, ক্যাম্পাসে চলমান কার্যক্রমের তথ্য যথাসম্ভব স্বচ্ছতার সঙ্গে সরবরাহ করা এবং সংবাদ সংগ্রহের সময় নিরাপত্তা বিভাগের সঙ্গে সমন্বয় রেখে শৃঙ্খলা বজায় রাখা।
প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. রাহাত হোসাইন ফয়সালের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংবাদকর্মীদের দায়িত্বপালনে ভয়ভীতি প্রদর্শন, হুমকি বা হেনস্তার চেষ্টা করা হলে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একই সাথে সাংবাদিকদের সংবাদ পরিবেশনের ক্ষেত্রে নৈতিকতা, পেশাগত দায়িত্ববোধ ও বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি বিবেচনায় রাখার আহ্বান জানানো হয়।
গত ১২ সেপ্টেম্বর ফুটবল খেলাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ও অ্যাকাউন্টিং বিভাগের মধ্যে সংঘর্ষের ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিকদের ভিডিও ধারণে বাধা দেওয়ার ঘটনা ঘটে।