দীর্ঘ প্রতীক্ষিত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ভোট গণনা শুরু হওয়ার পর রোকেয়া হলের ফলাফল প্রকাশিত হয়েছে।
এই কেন্দ্রে কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি (ভিপি) পদে জয় লাভ করেছে ছাত্রশিবির সমর্থিত প্যানেল। তবে একই কেন্দ্রে সাধারণ সম্পাদক (জিএস) পদে বড় ব্যবধানে পরাজিত হয়েছে তারা।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে রাকসু নির্বাচন কমিশন রোকেয়া হলের এই ফলাফল ঘোষণা করে।
রোকেয়া হলের ঘোষিত ফলাফলে দেখা যায়, ছাত্রশিবির সমর্থিত প্রার্থী মুস্তাকুর রহমান জাহিদ ভিপি পদে বিপুল ভোটে জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৭৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দীন আবীর পেয়েছেন মাত্র ২১১ ভোট।
অন্যদিকে, সাধারণ সম্পাদক (জিএস) পদে সুবিধা করতে পারেনি ছাত্রশিবির। এই পদে বড় ব্যবধানে জয়লাভ করেছেন ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের প্রার্থী সালাহউদ্দীন আম্মার, যিনি পেয়েছেন ৬৬১ ভোট। তার বিপরীতে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী ফাহিম রেজা পেয়েছেন ৩৭৭ ভোট।
এদিকে, এজিএস শিবির সমর্থিত সালমান পেয়েছে ৩৪৬ ভোট, ছাত্রদলের প্রার্থী জাহিন বিশ্বাস এষা পেয়েছে ২৯৯ ভোট।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন