ঢাকা শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

শাকসু নির্বাচন ১৭ ডিসেম্বর

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৫, ১০:৫৯ পিএম
১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে শাকসু নির্বাচন। ছবি- সংগৃহীত

দীর্ঘ অপেক্ষা এবং টানা আন্দোলনের পর অবশেষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ১৭ ডিসেম্বর (বুধবার) অনুষ্ঠিত হবে বহুল প্রত্যাশিত এই নির্বাচন।

শুক্রবার (১৪ নভেম্বর) রাত ৯টায় উপাচার্যের নিজ কার্যলয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী এই ঘোষণা দেন।

তিনি বলেন, ‘সব পক্ষের সঙ্গে আলোচনা এবং পরিস্থিতি পর্যালোচনা করেই এই তারিখ চূড়ান্ত করা হয়েছে। তার আশা, শিক্ষার্থীদের অংশগ্রহণে এবার শাকসু নির্বাচন উৎসবমুখর পরিবেশেই অনুষ্ঠিত হবে।’

তারিখ ঘোষণার আগের দিন বিশ্ববিদ্যালয়জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ার কথা থাকলেও প্রশাসন হঠাৎ করে সংবাদ সম্মেলন স্থগিত করলে ক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান নেন। তারা রেজিস্ট্রার ভবনে তালা ঝুলিয়ে দেন এবং রাতে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করেন। ‘শাকসু আমার অধিকার’, ‘উই ওয়ান্ট শাকসু’, ‘নির্বাচন কমিশন গঠন করতে হবে’—এরকম স্লোগানে পুরো এলাকা মুখর হয়ে ওঠে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে উপাচার্যসহ বিশ্ববিদ্যালয়ের শীর্ষ প্রশাসকরা গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং শুক্রবার তারিখ ঘোষণা করার আশ্বাস দেন। এর পর শিক্ষার্থীরা তাদের অবস্থান কর্মসূচি স্থগিত করেন।

শাবিপ্রবিতে সর্বশেষ শাকসু নির্বাচন হয়েছিল ১৯৯৮ সালে। দুই যুগেরও বেশি সময় ধরে ছাত্রসমাজ এই নির্বাচনের দাবি জানিয়ে আসছিল। এবার তারিখ ঘোষণায় শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেছেন এবং মনে করছেন দীর্ঘদিন পর বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক চর্চার নতুন দ্বার খুলতে যাচ্ছে।

উপাচার্য জানান, শিগগিরই নির্বাচন কমিশন গঠন, ভোটার তালিকা প্রস্তুত এবং অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে। শিক্ষার্থীরা বলছেন, এ নির্বাচন শুধু প্রতিনিধিত্ব নয় বরং তাদের অধিকার পুনরুদ্ধারের গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।