ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের প্রতিটি কক্ষে শিক্ষার্থীদের মধ্যে ‘বাংলাদেশের মানচিত্র’ বিতরণ করেছেন হল ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. তৌহিদুর রহমান তাহসিন।
শুক্রবার (১৬ নভেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত ব্যক্তিগত উদ্যোগে তিনি হলের প্রতিটি ব্লক ঘুরে কক্ষ-কক্ষে গিয়ে শিক্ষার্থীদের হাতে মানচিত্র তুলে দেন।
তাহসিন বলেন, ‘শিক্ষার্থীদের মধ্যে ভৌগোলিক জ্ঞান, জাতীয় পরিচয় ও দেশপ্রেম জোরদার করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁর ভাষায়, ‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনা প্রতিটি শিক্ষার্থীর মনে প্রতিষ্ঠা করতে চাই। দেশের মানচিত্র জানা ও ধারণ করা দেশপ্রেমের একটি মৌলিক ধাপ।’

মানচিত্র বিতরণে আরও কয়েকজন শিক্ষার্থী তাঁকে সহযোগিতা করেন। তারা জানান, তাহসিনের উদ্যোগটি হলজুড়ে ইতিবাচক পরিবেশ তৈরি করেছে এবং শিক্ষার্থীদের মধ্যে দেশ সম্পর্কে জানার নতুন আগ্রহ জন্ম দিয়েছে।
মানচিত্র হাতে পাওয়া শিক্ষার্থীরাও উদ্যোগটিকে প্রশংসা করে বলেন, ‘এটি ভৌগোলিক চেতনা ও জাতীয় পরিচয়ের প্রতি তাদের আরও সচেতন করে তুলবে। পুরো হলে আলোচিত এই উদ্যোগকে শিক্ষার্থীরা ব্যতিক্রমধর্মী ও প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন।’

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন