ভূমিকম্পের পর ঝুঁকিপূর্ণ ছাত্রাবাস নিয়ে নতুন করে উদ্বেগ ছড়িয়ে পড়েছে ঢাকা কলেজে। সেই উদ্বেগ থেকেই শুক্রবার দিবাগত রাতে মিরপুর-নিউমার্কেট সড়ক অবরোধ করে প্রায় এক ঘণ্টা আন্দোলন করেছেন শিক্ষার্থীরা। এতে ব্যস্ত সড়কটিতে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।
পুলিশ জানায়, রাত সাড়ে ১০টার দিকে কলেজের বিভিন্ন বিভাগের দুই শতাধিক শিক্ষার্থী ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে সড়কে নেমে আসেন। তাদের দাবি, দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত আখতারুজ্জামান ইলিয়াস হল দ্রুত সংস্কার বা নতুন করে নির্মাণ করতে হবে। মিছিল চলাকালে কলেজ কর্তৃপক্ষের অবহেলা ও দুর্নীতির অভিযোগ করেও স্লোগান দেন শিক্ষার্থীরা।
এক ঘণ্টা অবরোধের কারণে নিউমার্কেট-মিরপুর সড়কে তীব্র যানজট ছড়িয়ে পড়ে। পরে রাত সাড়ে ১১টার দিকে কলেজের অধ্যক্ষ এ কে এম ইলিয়াস ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তার অনুরোধে শিক্ষার্থীরা সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মাহফুজুল হক বলেন, অধ্যক্ষের অনুরোধেই শিক্ষার্থীরা সড়ক ছাড়েন। এখন পরিস্থিতি স্বাভাবিক।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন