জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রদলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) আসরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মাহফিল হয়।
এতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্যও দোয়া প্রার্থনা করা হয়।
জাবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন হাবিব হিরন বলেন, দেশনেত্রী খালেদা জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। দেশের জন্য তিনি জীবনের বড় অংশ ত্যাগ করেছেন। আজ তিনি নিজেই অসুস্থ হয়ে শয্যাশায়ী, এটি পুরো জাতির জন্য বেদনাদায়ক। আমরা তাঁর সুস্থতা কামনা করেছি।
সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক বলেন, গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন খালেদা জিয়া। দেশ ও মানুষের স্বার্থে আপসহীন থেকেছেন। তাঁর দ্রুত আরোগ্য কামনায় আমরা দোয়া করেছি।
দোয়া মাহফিলে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ ফয়সাল হোসেনসহ শতাধিক নেতাকর্মী ও মুসল্লি অংশ নেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন