মঙ্গলবার, ০২ ডিসেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৫, ১০:৪২ পিএম

শিক্ষকদের কর্মবিরতি স্থগিত, কাল থেকে বার্ষিক পরীক্ষা শুরু

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৫, ১০:৪২ পিএম

গতকাল সোমবার পরীক্ষা স্থগিত হওয়ার বিষয়ে না জানায় অনেক শিক্ষার্থী স্কুলে এসে ফিরে যায়। ছবি- সংগৃহীত

গতকাল সোমবার পরীক্ষা স্থগিত হওয়ার বিষয়ে না জানায় অনেক শিক্ষার্থী স্কুলে এসে ফিরে যায়। ছবি- সংগৃহীত

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের চলমান কর্মবিরতি স্থগিত করা হয়েছে। শিক্ষার্থীদের স্বার্থে কর্মবিরতি সাময়িক স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস)।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানিয়েছে বাসমাশিস। এর ফলে আগামীকাল বুধবার (৩ ডিসেম্বর, ২০২৫) থেকে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে বার্ষিক পরীক্ষা পুনরায় শুরু হচ্ছে।

বাসমাশিস তাদের বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে যে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, সেই বিষয়টি বিবেচনা করে কর্মবিরতি সাময়িক স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিক্ষকরা অনুভব করেছেন যে বার্ষিক পরীক্ষার অনিশ্চয়তার কারণে শিক্ষার্থী ও অভিভাবকরা যে মানসিক চাপের মধ্যে ছিলেন, তা লাঘব করা জরুরি। দায়িত্ববোধের জায়গা থেকেই শিক্ষাজীবনকে স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিক্ষক সমিতি বলেছে, ‘আমরা বিশ্বাস করি, শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষা ও তাদের শিক্ষাজীবনকে স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনা আমাদের অন্যতম দায়িত্ব। তাই তারা সংশ্লিষ্ট সবাইকে আগামীকাল থেকে বার্ষিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।’

চার দফা দাবি ও পূর্ববর্তী কর্মসূচি

বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ব্যানারে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর শিক্ষকরা গতকাল সোমবার (১ ডিসেম্বর) থেকে চার দফা দাবিতে লাগাতার কর্মবিরতি শুরু করেছিলেন। এই কর্মসূচির কারণে গতকাল ও আজ দেশের বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।

শিক্ষকদের মূল চার দফা দাবিগুলো হলো:

  • সহকারী শিক্ষক পদকে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারভুক্ত করে ‘মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের’ গেজেট প্রকাশ করা।
  • বিদ্যালয় ও পরিদর্শন শাখায় কর্মরত শিক্ষকদের বিভিন্ন শূন্য পদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন দ্রুত কার্যকর করা।
  • সুপ্রিম কোর্টের রায়ের আলোকে বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেডের মঞ্জুরি আদেশ দেওয়া।
  • ২০১৫ সালের আগের মতো সহকারী শিক্ষকদের দুই থেকে তিনটি ইনক্রিমেন্টসহ অগ্রিম বর্ধিত বেতন-সুবিধা বহাল করে গেজেট প্রকাশ।

শিক্ষক সমিতি তাদের প্রেস বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষের কাছে দ্রুত তাদের ন্যায্য দাবি-দাওয়া সমাধানের কার্যকর উদ্যোগ কামনা করেছে, যাতে ভবিষ্যতে শিক্ষা কার্যক্রমে আর কোনো বাধা না আসে। পরবর্তী সিদ্ধান্ত আলোচনার মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে জানিয়ে দেওয়া হবে বলেও তারা উল্লেখ করেছে।

Link copied!