বুধবার, ০২ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রিপন বারী, জাবি

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৪, ০৫:৩৮ পিএম

জুলাই বিপ্লব ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন শহীদ মীর মুগ্ধ ওয়ারিয়র্স

রিপন বারী, জাবি

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৪, ০৫:৩৮ পিএম

ছবি, রূপালী বাংলাদেশ

ছবি, রূপালী বাংলাদেশ

জাবি: জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম বরকত হল আয়োজন করেছে জুলাই বিপ্লব শহীদ স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্টের। টুর্নামেন্টের ফাইনালে শহীদ শ্রাবণ গাজী একাদশকে এক শূন্য গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে শহীদ মীর মুগ্ধ ওয়ারিয়র্স।

সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৮টায় শহীদ সালাম বরকত হল সংলগ্ন মাঠে এই ফাইনাল অনুষ্ঠিত হয়। খেলা শেষে হলের প্রভোস্ট অধ্যাপক মো আব্দুল হালিম বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

ফাইনালে নির্ধারিত সময়ের প্রথমার্ধে গোল শূন্য থাকে দুই দলের। খেলার দ্বিতীয়ার্ধে ফ্রি কিক পায় শহীদ মীর মুগ্ধ ওয়ারিয়র্সের খেলোয়াড়রা। ফ্রি কিক নিতে যায় দলের অধিনায়ক মাসুদ রানা পাইলট ওরফে মিষ্টু। ফ্রি কিকে সরাসরি কিক না নিয়ে তিনি বল বাড়িয়ে দেন সতীর্থ খেলোয়াড় তানভীরের কাছে। বল বাড়িয়ে তৎক্ষনাৎ রান নেন মিষ্টু, তানভীর আলতো করে বল এগিয়ে দেন মিষ্টুর কাছে। দলের অধিনায়ক ও ১০ নং জার্সি পরিহিত খেলোয়াড় মিষ্টু সেই বল জালে জড়ান তার দুর্দান্ত শটে। অসাধারণ ফিনিশিংয়ে দলকে এগিয়ে দেন  ১ শূন্য ব্যবধানে। সেই গোল প্রতিপক্ষ আর পরিশোধ করতে না। ফলাফল নির্ধারিত সময় শেষে মীর মুগ্ধ ওয়ারিয়র্স জয়ী। এই ম্যাচে ম্যান অব দ্যা ফাইনাল হোন মাসুদ রানা পাইলট মিষ্টু।

টুর্নামেন্টের ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হোন শহীদ শ্রাবণ গাজী একাদশের খেলোয়াড় আল মামুন। সেরা গোলকিপার একই দলের জান্নাতুল ফেরদৌস টনি। সেরা ইমার্জিং প্লেয়ার হোন চ্যাম্পিয়ন দলের ডিফেন্সিভ মিডফিল্ডার সাইফ-উল্লাহ।

পুরস্কার বিতরণ শেষে সকলকে স্বাগত ও অভিনন্দন জ্ঞাপন করেন বক্তারা। পাশাপাশি তারা উল্লেখ করেন, এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য ছিল আসন্ন আন্তঃহল চ্যান্সেলর কাপ টুর্নামেন্টের প্রস্তুতি স্বরুপ। এর মাধ্যমে সেরা খেলোয়াড়দেরকে বাছাই করে মূল একাদশ সাজানো হবে। এবারের টুর্নামেন্টে শহীদ সালাম বরকত হলকে চ্যাম্পিয়ন করার আশা ব্যক্ত করেন।

এদিকে টুর্নামেন্টে টিমগুলোকে শহীদদের নামে নামকরণ করা হয়েছে। আয়োজকেরা জানান, জুলাই বিপ্লবে সাভ্র অঞ্চল থেকে শহীদ হওয়া তিনজন ( শহীদ আলিফ, শ্রাবণ গাজী ও ইয়ামিন), প্রথম শহীদ আবু সাঈদ, ২য় শহীদ চট্টগ্রামের ওয়াসিম ও আন্দোলনরত শিক্ষার্থীদের মাঝে পানি বিতরণ করা শহীদ মীর মুগ্ধর নাম বাছাই করা হয়েছে। আন্দোলনে যাদের অবদান ছিল অগ্রগামী।  

এর আগে গত ২৩ নভেম্বর শহীদ সালাম-বরকত হলের উদ্যোগে আয়োজিত জুলাই বিপ্লব শহীদ স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর উদ্বোধনী ম্যাচে শহীদ ওয়াসিমকে ২ শূন্য গোলে হারিয়ে সেমিফাইনালের পথে এগিয়ে যায়। এছাড়া গতকাল শহীদ ইয়ামিন ও শহীদ আলিফ একাদশের মধ্যে তুমুল লড়াইয়ে ৩-৩ এ ড্র হয়। কিন্তু পূর্বের ইকুয়েশনে শহীদ আলিফ একাদশ এগিয়ে থাকায় সেমিফাইনালে সুযোগ পায় শহীদ আলিফ একাদশ। এছাড়া টুর্নামেন্টের অপর দল শহীদ ইয়ামিন গ্রুপ পর্ব থেকেই ছিটকে যায়।

এছাড়া জুলাই বিপ্লবের শহীদদের স্বরণ করে জার্সি তৈরি করে ফাইনালিস্ট টিম শহীদ মীর মুগ্ধ ওয়ারিয়র্স। বুকের বাম অয়াশে বিশ্ববিদ্যালয়ের লগো, ডান পাশে মীর মুগ্ধের সেই আন্দোলনে পানির কেস হাতে করে সবাইকে উদ্দেশ্য করে উচ্চারিত সেই ধ্বনি “এই পানি লাগবে, পানি?” স্থান পেয়েছে। এছাড়া টিমের জার্সি ডিজাইন করা হয়েছে শহীদদের নাম খচিত করে। জার্সিতে প্রায় আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদসহ, সাভার এলাকার শহীদদের নাম ও শহীদ সাংবাদিকদের নাম দেয়া হয়েছে। শহীদ মীর মুগ্ধ ওয়ারিয়র্স টিম তার এই জার্সির মাধ্যমে জুলাই বিপ্লবে শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছে।

টুর্নামেন্টে শহীদ মীর মুগ্ধ ওয়ারিয়র্স টিমকে স্পন্সর করেছে ট্রাস্টি শপ। এই শপের মালিক হাফিজুর রহমান মিশুক।

এর আগে টুর্নামেন্টের উদ্বোধন করেন শহীদ সালাম বরকত হলের প্রভোস্ট অধ্যাপক মো. আব্দুল হালিম। তিনি শিক্ষার্থীদের ও খেলোয়াড়দের কাছে সুষ্ঠু ও সুন্দর একটি টুর্নামেন্টের প্রত্যাশা করেছেন।

আরবি/এস

Shera Lather
Link copied!