আগামী ডিসেম্বরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাড়ে ১৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান।
সোমবার (২৮ জুলাই) ঢাকার মোহাম্মদপুরে তাজমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘ঢাকা মহানগরী ও পূর্বাচলে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন এবং অবকাঠামো উন্নয়নসহ দৃষ্টিনন্দনকরণ প্রকল্পে’র আওতায় ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন এ কথা বলেন তিনি।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান বলেন, প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে যা যা করা দরকার আমরা তাই করব। শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। ডিসেম্বরের মধ্যে সাড়ে ১৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগ করা হবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, আজকে সবচেয়ে খুশি হয়েছে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা। শিশু শিক্ষার্থীরা ভালোভাবে লেখাপড়া করে ভালো ফল অর্জন করবে এই প্রত্যাশা করি। দৃষ্টিনন্দন ভবন নির্মাণের ফলে পড়ালেখার পরিবেশ তৈরি হয়েছে। আমরা যে উদ্যোগ নিয়েছি তা সফলভাবে বাস্তবায়ন হলে উচ্চশিক্ষায় শিক্ষিত হবে শিশুরা। সমাজ উন্নত হবে। শিশুরা উন্নত জীবন পাবে।

 
                            -20250729153456.jpg) 
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন