শিক্ষা উপদেষ্টার পদত্যাগসহ রাজশাহীতে ১২ দফা দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ড ঘোরাও করে বিক্ষোভ করছেন এইচএসসি পরীক্ষার্থীরা।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। পরে তারা শিক্ষা উপদেষ্টার পদত্যাগের এক দফা দাবি শুরু করে।
তাদের ১২ দফা দাবিগুলোর মধ্যে ছিল-
১. শিক্ষা উপদেষ্টা, সকল বোর্ডের চেয়াম্যান, শিক্ষা সচিবসহ যারা পরীক্ষার সঙ্গে জড়িত তাদেরকে পদত্যাগ করে, সেই জায়গায় স্টুডেন্ট বান্ধব কাউকে নিয়োগ দিতে হবে।
২. আজকে বিকেল ৫ টার মধ্যে মাইলস্টোন স্কুলে হওয়া হতাহতের ঘটনার সঠিক বিবরণ দিতে হবে। কতজন স্টুডেন্টের মরহেদ পাওয়া গিয়েছে—তার সঠিক হিসেব দিতে হবে প্রমাণসহ।
৩. মাইলস্টোন স্কুলের ঘটনার সঙ্গে যারা জড়িত এবং যারা দায়ী, তাদের সকলের নাম প্রকাশ করতে হবে এবং তাদের বিচারের আওতায় আনতে হবে।
৪. আজকে পরীক্ষা কেনো রাত ০৩ টার সময় স্থগিত করা হলো, তার জবাব দিতে হবে।
৫. CQ & MCQ একসঙ্গে পাশ দিতে হবে।
৬. গ্রেস মার্কের নিয়ম আগের মতো রাখতে হবে।
৭. যে সকল টিচাররা খাতা দেখায় অনিয়ম করেছে এবং টিকটকারদেরকে দিয়ে খাতা দেখিয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
৮. পরীক্ষার রেজাল্টের ০১ মাসের মধ্যে সাপ্লিমেন্টারী পরীক্ষার ব্যবস্থা করতে হবে। যেনো সবাই একসঙ্গে কলেজে ভর্তি হতে পারে এবং এডমিশনে পরীক্ষা দিতে পারে।
৯. রেজাল্টের সময় অথবা পূনঃমূল্যায়ন এর সময় সবার খাতা অনলাইনে দেখার ব্যবস্থা করতে হবে। যাতে করে ফেইল করা শিক্ষার্থীরা তাদের ভুল থেকে শিক্ষা নিতে পারে। এবং তারা সত্যিই ফেইল করেছে কি না, সেইটা বুঝতে পারে।
১০. অভিন্ন প্রশ্নে পরীক্ষা নিতে হবে।
১১. পরীক্ষার আগে অবশ্যই বিশেষজ্ঞ টিম দিয়ে প্রশ্ন যাছাই করে, নির্ভূল প্রশ্নে পরীক্ষা নিতে হবে। এবং
১২. পরীক্ষা বা রেজাল্ট নিয়ে নতুন কোনো নিয়ম চালু করলে, সেইটা ওই ব্যাচের ক্লাস শুরুর আগেই জানাইতে হবে। পরীক্ষার সময় বা রেজাল্টের সময় জোর করে নতুন নতুন নিয়ম চাপিয়ে দেওয়া যাবে না।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন