বৃহস্পতিবার, ০৭ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৭, ২০২৫, ১২:৪১ এএম

রাবিতে ‘বিজয় ফিস্টের’ খাবার খেয়ে অসুস্থ ৮৩ শিক্ষার্থী

রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৭, ২০২৫, ১২:৪১ এএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়। ছবি- সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়। ছবি- সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আয়োজিত ‘বিজয় ফিস্টের’ খাবার খেয়ে বিজয়-২৪ হলের অন্তত ৮৩ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। এই ঘটনায় হল প্রশাসন দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

গতকাল মঙ্গলবার (৫ আগস্ট) গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রাবির বিভিন্ন আবাসিক হলে বিজয় ফিস্টের আয়োজন করা হয়। শিক্ষার্থীরা ৫০ টাকা ফি দিয়ে টোকেন সংগ্রহ করে এই অনুষ্ঠানের খাবার গ্রহণ করেন। পরদিন আজ বুধবার (৬ আগস্ট) বিজয়-২৪ হলের একাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়।

বিজয়-২৪ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জামিরুল ইসলাম বলেন, ‘বিজয় ফিস্টের’ খাবার খেয়ে হলের ৮৩ জন শিক্ষার্থী অসুস্থ হয়েছেন। কারো কারো গ্যাস্ট্রিক ও ফুড পয়জনিংয়ের উপসর্গ দেখা দিয়েছে। তবে কারও অবস্থা গুরুতর নয়। অসুস্থ সবাইকে খাবার স্যালাইন সরবরাহ করা হয়েছে। এ ঘটনার তদন্তে দুই সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।’

হলের ১৩২ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী সাগর আহসান বলেন, ‘খাবার খাওয়ার পর পেটে ব্যথা অনুভব করি। রাতে কিছু খেতে পারিনি। সকালে মেডিকেল সেন্টারে গিয়ে চিকিৎসা নিয়েছি।’

৪২১ নম্বর কক্ষের শিক্ষার্থী অর্পণ ধর জানান, ‘আমিসহ আমাদের কক্ষের তিনজনই বিজয় ফিস্টের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছি। এখন পর্যন্ত ৫-৬ বার বাথরুমে যেতে হয়েছে। সকালে মেডিকেল থেকে ওষুধ নিয়েছি।’

বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের প্রধান চিকিৎসক ডা. মাফরুহা সিদ্দিকা লিপি জানান, ‘আমি আজ ডিউটিতে ছিলাম না। তবে দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা হয়েছে। পেটের সমস্যা নিয়ে আনুমানিক ১৫ জন শিক্ষার্থী চিকিৎসা নিয়েছেন।’

ফেসবুকে শিক্ষার্থীরা খাবারের মান নিয়ে অভিযোগ জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তারা খাবারের মান যাচাই ও নিরাপদ খাবার সরবরাহ নিশ্চিত করার দাবি জানান।

Shera Lather
Link copied!