ঢাকা বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

রাকসু নির্বাচন

ভোট দিলেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি-জিএস প্রার্থী

রাবি প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৫, ১১:৪২ এএম
ছবি- রূপালী বাংলাদেশ।

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে ভোট দিয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের সহ-সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ ও সাধারণ সম্পাদক (জিএস) ফাহিম রেজা।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টার দিকে জুবেরী ভবন কেন্দ্রে ভোট দেন জাহিদ এবং বেলা সাড়ে ১০ টার দিকে ভোট দেন শহীদুল্লাহ ভবন কেন্দ্রে ভোট দেন ফাহিম রেজা।

ভোট প্রদান শেষে শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ৩৫ বছরের অপেক্ষার পরে আজকে নির্বাচন হচ্ছে। চারবার নির্বাচন পেছানোর ফলে নির্বাচনী প্রচারণার সময়টাও সবচেয়ে বেশি দীর্ঘায়িত ছিল। দীর্ঘ প্রচারণার কারণে ভোটার-প্রার্থীরা মিলে আমরা এটা উপভোগ করেছি। অবশেষে আজকে সেই মাহেন্দ্র খান চলে এসেছে। আমি একটু আগেই ভোট দিলাম, আলহামদুলিল্লাহ।

নির্বাচনী পরিবেশের বিষয়ে তিনি বলেন, নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত সুষ্ঠ মনে হচ্ছে। শিক্ষার্থীরাও উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে। ক্রাউড প্লেসে শিক্ষার্থীদের আনন্দঘন মুহূর্তগুলো দেখেছি।

এছাড়া নির্বাচন কমিশনকে আমরা জাজমেন্টে রাখতেছি জানিয়ে তিনি বলেন, তাদের ব্যাপারে আমরা বলব নির্বাচনী ফলাফল শেষ হওয়ার পরে এবং তারা যেন কোন দলের প্রতি পক্ষপাতিত্বমূলক আচরণ এবং আমাদের প্রতি বিবাদসুলভ আচরণ না করে।

শহীদুল্লাহ অ্যাকাডেমিক কেন্দ্রে ভোট প্রদান শেষে ফাহিম রেজা বলেন, শিক্ষার্থীরা আসলে আমরা সকাল থেকে দীর্ঘ লাইন ধরে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। আমাদের সবার মধ্যে উচ্ছ্বাস, কারো মধ্যে ক্লান্তি নেই। দীর্ঘ ৩৫ বছর পর রাকসু নির্বাচন হচ্ছে। আমরা এই রাকস নির্বাচনের সাক্ষী।

তিনি আরো বলেন, আমরা জীবনের প্রথম ভোটটি দিচ্ছি। আমাদের জীবনের প্রথম ভোট দিচ্ছি আমাদের ছাত্র সংসদ নির্বাচনে। সব মিলিয়ে আমরা অনেক বেশি উচ্ছসিত এবং আমরা আশাবাদী শিক্ষার্থীরা আমাদের যে ফিডব্যাকটি দিচ্ছেন আমাদের প্রতি যে প্রতিক্রিয়া দিচ্ছেন যে আন্তরিকতা দেখাচ্ছেন আমরা ইনশআল্লাহ আশাবাদী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের জন্য সৎ দক্ষ এবং যোগ্য নেতৃত্ব বাছাই করবেন বলে আমরা বিশ্বাস রাখি।