বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রাবি প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৫, ০২:০৬ পিএম

রাবিতে চালু হলো ই-কার

রাবি প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৫, ০২:০৬ পিএম

রাবিতে উদ্বোধন করা ই-কার শিক্ষক-শিক্ষার্থীরা। ছবি- রূপালী বাংলাদেশ

রাবিতে উদ্বোধন করা ই-কার শিক্ষক-শিক্ষার্থীরা। ছবি- রূপালী বাংলাদেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অভ্যন্তরে শিক্ষার্থীদের যাতায়াতে চালু করা হয়েছে পরিবেশবান্ধব ৫টি ই-কার।

বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এর উদ্বোধন করা হয়। ই-কার চালুর সার্বিক সহায়তা ও আর্থিক অনুদান দিয়েছে বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশন (রুয়া)।

জানা গেছে, উদ্বোধন হওয়া ই-কারগুলো শুধুমাত্র ক্যাম্পাসের অভ্যন্তরেই চলাচল করবে। আজ আনুষ্ঠানিকভাবে চলাচল শুরু হলেও গাড়ির ভাড়া এবং চলাচলের সময় এখনও নির্ধারণ করা হয়নি। তবে ভাড়া ৫-১০ টাকার মধ্যেই থাকবে। প্রাথমিকভাবে ৫টি গাড়ি দিয়ে যাত্রা শুরু হলেও সামনে আরও কয়েকটি গাড়ি যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে রুয়ার সভাপতি রফিকুল ইসলাম খান বলেন, ‘আজ ৫টি ই-কারের ব্যবস্থা করা হলেও পর্যায়ক্রমে কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে এর পরিমাণ বৃদ্ধি করার চেষ্টা করবো। এর পাশাপাশি আমাদের পরিকল্পনা আছে—গরিব মেধাবী ছাত্র–ছাত্রীদের জন্য বৃত্তির ব্যবস্থা করা। এ কাজটিও আমরা খুব দ্রুতই শুরু করবো। বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য রুয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে সবসময় থাকবে।”

রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, “আমাদের ইশতেহারে পরিবহন ব্যবস্থার সহজীকরণ ছিল। সেই দাবির প্রেক্ষিতে রুয়া আজকে এটি বাস্তবায়ন করেছে। আশা করি এই উদ্যোগের ফলে শিক্ষার্থীদের ভোগান্তি অনেকটাই কমবে। এছাড়াও অন্যান্য ইশতেহার বাস্তবায়নেও আমরা রুয়াকে সহযোগিতা করার আহ্বান জানাবো।”

উদ্বোধনী অনুষ্ঠানে রাবি উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, “আমি খুবই খুশি যে রুয়ার নির্বাচিত প্রতিনিধিরা দায়িত্ব গ্রহণের পর থেকেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র–ছাত্রীদের কল্যাণ এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নের জন্য সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। বিসিএস পরীক্ষার্থীদের জন্য সহায়তা প্রদান থেকে শুরু করে এ ধরনের (ই-কার) পরিবহনব্যবস্থা চালু করা, এসব উদ্যোগ তাদের ধারাবাহিক প্রচেষ্টার অংশ। আজকে যে ই-কার সার্ভিস চালু হলো, এটি কেবল শুরু।’

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব, রুয়ার সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক অধ্যাপক নিজাম উদ্দীন, কার্যকরী সদস্য এবং চাঁপাইনবাবগঞ্জ–৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুল ইসলাম বুলবুল প্রমুখ। 

উদ্বোধনী অনুষ্ঠানে রাকসু ও হল সংসদের নেতৃবৃন্দ এবং বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Link copied!