শুক্রবার, ০২ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রুপালী প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ৭, ২০২৪, ০৮:০৪ পিএম

শেখ সেলিমের সঙ্গে আলোচনায় নিপুণ

রুপালী প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ৭, ২০২৪, ০৮:০৪ পিএম

শেখ সেলিমের সঙ্গে আলোচনায় নিপুণ

শেখ সেলিম ও নিপুণ। ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার বহুল বিতর্কিত চিত্রনায়িকা নিপুণ আক্তার। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে অংশ নিয়ে পরপর দুইবার বেশ সমালোচিত হয়েছেন তিনি। গেল মেয়াদের নির্বাচেন চিত্রনায়ক জায়েদ খানের কাছে সাধারণ সম্পাদক পদে হেরে গিয়েও ক্ষমতা প্রয়োগ করে দুই বছর শিল্পী সমিতির দায়িত্ব পালন করেন। চলতি মেয়াদের নির্বাচনে বর্তমান সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলের কাছে পরাজিত হয়ে একই পথ বেছে নেন তিনি। সেই মামলাটি এখনো আদালতে চলমান।

সম্প্রতি শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশত্যাগ করার পর থেকেই অনেক মন্ত্রী ও এমপি সহ আওয়ামী লীগের বিভিন্ন নেতা-কর্মী দেশ ছাড়ছেন। আবার অনেকে পালিয়ে যাওয়ার সময় বিমান বন্দরে আটকও হয়েছেন। দলটির সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমও দেশত্যাগ করেছেন বলে গুঞ্জন ছড়িয়েছে। সঙ্গে রয়েছেন চিত্রনায়িকা নিপুণ। একটি প্রথমসারির গণমাধ্যমের ‘দেশত্যাগ করলেন শেখ সেলিম, সঙ্গে চিত্রনায়িকা নিপুণ’ শিরোনামের একটি নিউজ কার্ড অন্তর্জালে ছড়িয়ে গেছে। তবে ওই গণমাধ্যমের ওয়েব সাইট কিংবা ফেসবুক পাতায় এমন কার্ড পাওয়া যায়নি। এ ব্যাপারে জানতে নিপুণের সঙ্গে যোগাযোগ করা হলে তার মুঠোফান বন্ধ পাওয়া যায়।

শেখ হাসিনার পদত্যাগ করার পর থেকেই তার ব্যবহৃত নম্বরটি বন্ধ রয়েছে। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য বেশ দৌঁড়ঝাপ করতে দেখা যায় নিপুণকে। এমনকি এফডিসি পাড়ায় চাউর রয়েছে শেখ সেলিমের সঙ্গে নিপুণের অনৈতিক সম্পর্কর কথা। এদিকে, শিল্পী সমিতির নির্বাচনে পরাজিত হওয়ার ১৫ দিন পর নির্বাচনকে প্রশ্নবিত্ত করে মামলা করায় সাধারণ শিল্পীরা নিপুণের ছবিতে জুতার মালা দিয়ে ব্যানার বানিয়ে তার শাস্তি দাবি করেন।

সেসময় গণমাধ্যমকে অভিনয়শিল্পী বেবি বলেন, ‘শেখ সেলিমের নাম ভাঙিয়ে চলে নিপুণ। তার পেছনে কালো টাকার লোক আছে। শেখ সেলিমের নাম বলে আমাকে ডিআইজি হাবিব স্যারের কাছে জায়েদ খানের বিরুদ্ধে অভিযোগ জানাতে পাঠিয়েছিল। সেখানে গিয়ে বলতে বলেছিল শেখ সেলিমের নাম। একই নাম বলে ডিবি অফিসেও পাঠিয়েছিল।’

অন্যদিকে, শিল্পী সমিতির নির্বাচন নিয়ে সাধারণ সম্পাদকের পদ নিয়ে রিট করে গণমাধ্যমমে ডিপজলকে ‘অশিক্ষিত’ বলে মন্তব্য করার কিছুদিন পর এই নায়িকার পার্লার নিয়ে প্রশ্ন তুলেন এই অভিনেতা। নিপুণের ব্যবসাপ্রতিষ্ঠান বিউটি পার্লারে কি চলে, প্রশ্ন ছুঁড়ে দেন তিনি।

ডিপজল বলেছিলেন, ‘নিপুণের মূল ব্যবসাটা কী? আমি যে সিনেমা করছি, এটাই কী আমার মূল্য ব্যবসা? না, এটা আমর মূল্য ব্যবসা না। শুনলাম, উনি (নিপুণ) পার্লার দিয়েছেন। কী পার্লার এটা? সেই পার্লারে গিয়ে আপনারা দেখেন, সেটা কেমন পার্লার। সেখানে কী হয়।’

বলে রাখা ভালো, ২০১৬ সালের জানুয়ারিতে রাজধানীর বনানী কামাল আতাতুর্ক এভিনিউতে অবস্থিত ‘টিউলিপ নেইলস অ্যান্ড স্পা’ নামের এ পার্লারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজনৈতিক ব্যক্তিত্ব শেখ সেলিম। এমনকি তার সঙ্গে একটি সিনেমায় অভিনয় করার কথাও গণমাধ্যমে জানিয়েছিলেন নিপুণ। সেলিম নিজেই সিনেমাটির চিত্রনাট্য লিখছেন বলে সে সময় জানান। করোনা সংকট কেটে গেলে এর শুটিং শুরু করার কথা থাকলেও আজও দেখা যায়নি। বিভিন্ন সময় তাদের সম্পর্ক এবং পার্লার নিয়ে প্রশ্ন উঠেছে।

Link copied!