নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে দেশের পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। নতুন এই সরকার দেশে আবার শান্তি ফিরিয়ে আনবে এমনটাই প্রত্যাশা করছেন জনপ্রিয় নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী।
নতুন সরকারের কাছে প্রত্যাশা জানিয়ে তিনি দৈনিক রূপালী বাংলাদেশ-কে বলেন, ‘প্রথমত অবকাঠামো সংস্কার করা সমস্ত কিছুর। এটি জরুরিভাবে করা দরকার। কারণ, এতদিন পর্যন্ত তাদের মতো করে যে সরকার ব্যবস্থা ছিল সেটার কারণে পুরো অবকাঠামো ধসে গেছে। ধসে যাওয়া এই অবকাঠামো দাঁড় করানোই হবে প্রথম কাজ। এরপর সংস্কারের জন্য প্রতিটি জায়গায় হাত দিতে হবে। প্রতিটি সেক্টরের মানুষদের সঙ্গে বসে সংস্কার করতে হবে। একটা কমিটি করে ন্যায়সঙ্গত, ন্যায্য, বৈষম্যবিরোধী সংস্কৃতি ও অর্থনৈতিক সমাজ তৈরি করার অবকাঠামো তৈরি করতে হবে। যতদিন পর্যন্ত পুরো দেশ সংস্কার না হবে ততদিন এই সরকারই দায়িত্ব পালন করলে দেশ এগিয়ে যাবে বলে মনে করছি।’
এর আগে তিনি কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের নয় দফা দাবির সঙ্গে সংহতি জানিয়ে রাজপথে নেমেছিলেন। সেসময় অমিতাভ রেজা চৌধুরী বলেছিলেন, ‘নতুন প্রজন্ম যে সরকার ব্যবস্থা চায়, সেটি তৈরি করতে হবে।’

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন