বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৫, ০৯:১১ এএম

হাতকাটা পোশাকেও সিনেমায় রাজি নন সাই পল্লবী

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৫, ০৯:১১ এএম

হাতকাটা পোশাকেও সিনেমায় রাজি নন সাই পল্লবী

ছবি: সংগৃহীত

সিনেমায় উগ্র পুরুষত্ব প্রদর্শনের অভিযোগ রয়েছে পরিচালক সন্দীপ রেড্ডি বঙ্গার বিরুদ্ধে, তবে তার বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছে এমন ছবির সংখ্যা অনেক। তার মধ্যে অন্যতম ‘অর্জুন রেড্ডি’, যেখানে বিজয় দেবেরাকোন্ডা প্রধান চরিত্রে অভিনয় করেছেন এবং পেয়েছেন প্রশংসাও।

সেখানে বিজয়ের বিপরীতে শালিনী পাণ্ডে ছিলেন। তবে প্রথমে এই চরিত্রের জন্য সাই পল্লবীকে প্রস্তাব দিয়েছিলেন সন্দীপ রেড্ডি বঙ্গা। সন্দীপ মনে করেছিলেন, ‘অর্জুন রেড্ডি’ ছবির প্রীতির চরিত্রে সাই পল্লবীই সবচেয়ে উপযুক্ত।

পরিচালকের পরবর্তী ছবি ‘থান্ডেল’-এ অভিনয় করছেন নাগা চৈতন্য ও সাই পল্লবী। ছবির প্রচার সংক্রান্ত একটি অনুষ্ঠানে সন্দীপ রেড্ডি বঙ্গা সাই পল্লবী সম্পর্কে বলেন, ‘অর্জুন রেড্ডি’র জন্য প্রথমে সাই পল্লবীকে ভেবেছিলাম। তিনি জানান, কেরেলায় একজনকে বলেছিলেন, তিনি একটি ছবির পরিকল্পনা করছেন, যেখানে প্রেমের কারণে ধ্বংস হয়ে যাওয়া এক ছেলের গল্প তুলে ধরা হবে। একেবারে নিখাদ প্রেমের ছবি। তখন সাই পল্লবীকে নায়িকার চরিত্রে রাখার কথা চিন্তা করেছিলেন তিনি।

কিন্তু কেরেলার সেই ব্যক্তি সাফ জানিয়ে দেন, সাই পল্লবী এই ধরনের ছবিতে অভিনয় করতে প্রস্তুত নন। সাই পল্লবীর পোশাকের প্রসঙ্গ উঠিয়ে তিনি সন্দীপকে বলেছিলেন, ‘স্যর, সাই পল্লবী এই ছবিতে অভিনয় করতে চান না। মেয়েটি এমনকি হাতকাটা জামা পরতেও রাজি নয়। তাই আপনি তার কথা ভুলে যান।’

এই মন্তব্য শুনে সাই পল্লবী হাসতে থাকেন, এরপর পরিচালক বলেন, অভিনেত্রীরা নতুন সুযোগের সঙ্গে নিজেদের পরিবর্তন করে। কিন্তু সাই পল্লবী কখনোই নিজের মতামত ও পরিচিতি থেকে সরে আসেননি, এটি দেখে তিনি খুব খুশি হয়েছেন।

আরবি/এফআই

Link copied!