বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৫, ১০:১৮ এএম

পরিচালক হতে চেয়েছিলাম, অভিনেতা নয়: সালমান

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৫, ১০:১৮ এএম

পরিচালক হতে চেয়েছিলাম, অভিনেতা নয়: সালমান

ফাইল ছবি

বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান সম্প্রতি একটি পডকাস্টে জানিয়েছেন যে, তিনি কখনোই অভিনেতা হতে চাননি বরং সিনেমার পরিচালক হতে চেয়েছিলেন। তাঁর ভাতিজা আরহান খানের পডকাস্ট ‘ডাম্ব বিরিয়ানি’-তে তিনি এই তথ্য প্রকাশ করেন।

সালমান বলেন, কিশোর বয়সে মডেলিং শুরু করার সময় থেকেই তাঁর ইচ্ছা ছিল সিনেমা পরিচালনা করার, কিন্তু পরিচালক হিসেবে কাজ পাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন। তিনি জানান, যখনই তিনি পরিচালনার জন্য প্রযোজকদের কাছে গিয়েছিলেন, তখন সবাই তাঁকে অভিনয় করার পরামর্শ দেন। সালমান বলেন, আমি ১৭ বছর বয়সে পরিচালনা শুরু করতে চেয়েছিলাম, কিন্তু তারা বলত, ‘এই বাচ্চা কী পরিচালনা করবে!’

তিনি আরো বলেন, প্রযোজকরা যখন তাঁকে পরিচালক হিসেবে কাজ দিতে চাইলেন না, তখন তারা তাকে অভিনয়ের জন্য উৎসাহিত করেছিলেন। পরবর্তীতে, তিনি তাঁর চাচাতো ভাইদের সঙ্গে ভিডিও তৈরি করতে শুরু করেন এবং সেখানেই নায়ক হিসেবে অভিনয় করেন। ধীরে ধীরে তিনি অভিনয়ে আগ্রহী হয়ে ওঠেন।

১৯৮৮ সালে ‘বিবি হো তো অ্যাইসি’ সিনেমার পার্শ্ব চরিত্রে বলিউডে তাঁর অভিষেক হয় এবং এরপর ‘ম্যায়নে পেয়ার কিয়া’ সিনেমা দিয়ে নায়ক হিসেবে কাজ শুরু করেন। সিনেমাটি ব্যাপক ব্যবসায়িক সফলতা পায় এবং সালমানের প্রেমের চরিত্রটি দর্শকদের মধ্যে খুব জনপ্রিয় হয়ে ওঠে। এরপর থেকে তিনি একের পর এক সফল সিনেমায় অভিনয় করে বলিউডে নিজের অবস্থান শক্ত করেছেন।

আরবি/এফআই

Link copied!