দর্শকপ্রিয় অভিনেতা আরফান আহমেদের লেখা দ্বিতীয় কোনো বই এবারের বইমেলায় প্রকাশ পেল। আজ থেকে ৩০ বছরের বেশি সময় আগে আরফান ও তার মেজ বোনে শিউলীর লেখা প্রথম কবিতার বই ‘বিদ্রোহ প্রেম’ প্রকাশ পায়। এরপর আর আরফানের বই লেখার কোনো সুযোগ হয়ে ওঠেনি, আর ইচ্ছেও করেনি।
দীর্ঘদিন পর অবশেষে এবারের বইমেলায় তার স্মৃতিচারণমূলক একটি বই প্রকাশিত হয়েছে। বইটির নাম ‘আমার একটু কথা ছিল’। গত একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিন বইটির মোড়ক উন্মোচন করেন নন্দিত দুই নাট্যপরিচালক সালাহ উদ্দিন লাভলু ও সৈয়দ শাকিল।
মূলত আরফানের বইটি তার দীর্ঘদিনের অভিনয় জীবনের সঙ্গে নানা সময়ে জড়িয়ে থাকা অভিনয়শিল্পী, নির্মাতাদের নিয়ে। এ ছাড়া আরও যাদের ভূমিকা রয়েছে তার আজকের আরফান আহমেদ হয়ে ওঠার ক্ষেত্রে তাদের নিয়েও আলোচনা করা হয়েছে বইটিতে।
তবে এক খণ্ডেই আলোচনা শেষ হওয়ার নয়, বিধায় কয়েক খণ্ডে আগামী দিনেও এটি প্রকাশ পাবে বলে জানান আরফান। প্রথম খণ্ডে বিশেষত যাদের নিয়ে আরফান লিখেছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন সুবর্ণা মুস্তাফা, সালাহ উদ্দিন লাভলু, হানিফ সংকেত, জাহিদ হাসান, তৌকীর আহমেদ, মাহফুজ আহমেদ, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, মীর সাব্বির, জয়া আহসান, জাকিয়া বারী মমসহ আরও অনেকে।
আরফান আহমেদ বলেন, ‘সত্যি বলতে কী, প্রথম খণ্ডে সবাইকে নিয়ে লেখা সম্ভব হয়নি। তবে আগামী খণ্ডগুলোয় একে একে সবার কথায় আসবে। পাঠকদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে বইমেলার ৩৪৬ থেকে ৩৪৯ পর্যন্ত স্টলে এসে আমার লেখা বইটি সংগ্রহ করার জন্য।
আমার বিশ্বাস একটু ব্যতিক্রম ঘরানার লেখা বইটি পাঠকের ভালো লাগবে।’ আরফান আহমেদ অভিনীত সৈয়দ শাকিল পরিচালিত ‘বোকা পরিবার’ ও সঞ্জিত সরকার পরিচালিত ‘চিটার অ্যান্ড জেন্টলম্যান’ আরটিভিতে প্রচার হচ্ছে। এ ছাড়া আকাশ রঞ্জন পরিচালিত ‘রসের হাঁড়ি’ বৈশাখী টিভিতে, যুবরাজ খান পরিচালিত ‘ফুলবাহার’ দীপ্ত টিভিতে নিয়মিত প্রচার হচ্ছে।
শিগগিরই প্রচারে আসছে সালাহ উদ্দিন লাভলু পরিচালিত নতুন ধারাবাহিক ‘ফুলগাঁও’ ধারাবাহিকটি। ৩ মার্চ জন্ম নেওয়া আরফানের লেখা ‘আমার একটু কথা ছিল’ বইটি উৎসর্গ করা হয়েছে, তার মা রাশেদা আক্তার ও তার স্ত্রী শিথিল গোমেজ, দুই কন্যা শার্লিন, আর্লিনকে।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন