রাজধানী ঢাকায় জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল আইকনিক সেলিব্রেশন নাইট অ্যান্ড অ্যাওয়ার্ডসের অষ্টম সিজন।
রোববার (২৩ ফেব্রুয়ারি) রাওয়া স্কাইলাইন-রাওয়া ক্লাবে অনুষ্ঠিত হলো এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি। এই অনুষ্ঠানে অ্যাওয়ার্ড জিতলেন এক দম্পতি। স্বামী-স্ত্রীর একসঙ্গে অ্যাওয়ার্ড পাওয়া বিষয়টি গর্বের বিষয়। স্বামী রবিন রাফান ওরফে ওবায়দুর রহমান পেলেন বেস্ট কনটেন্ট ক্রিয়েটর হিসেবে এবং স্ত্রী শারমিন আক্তার বৃষ্টি সেরা মেকআপ আর্টিস্ট হিসেবে।
বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফরমে রবিন রাফান তার অনন্য সৃজনশীলতা ও মনোগ্রাহী কনটেন্টের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।
তার ভিডিওগুলোতে জীবনের নানা দিক, সামাজিক সচেতনতা, শখ ও সাংস্কৃতিক উপাদান তুলে ধরা হয়েছে, যা তরুণ প্রজন্মের মধ্যে এক ভিন্ন ধরনের সাড়া সৃষ্টি করেছে। বিশেষ করে তার ভিডিওগুলো শুধু বিনোদনই নয়, বরং মানুষের চিন্তা-ধারণা, সামাজিক অবস্থা ও মূল্যবোধের বিষয়েও ইতিবাচক প্রভাব ফেলছে। এ কারণে তিনি ডিজিটাল মিডিয়ায় একটি নতুন মানদণ্ড স্থাপন করেছেন এবং তার কাজ বিভিন্ন শ্রেণির দর্শকদের মধ্যে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।
রবিন রাফান তার সৃজনশীলতা ও দৃষ্টিভঙ্গি দিয়ে ডিজিটাল প্ল্যাটফরমে এক নতুন অধ্যায় সৃষ্টি করেছেন।
তার কনটেন্টগুলোতে তিনি জীবনের ছোট-বড় বিষয়গুলোকে অত্যন্ত স্বাভাবিকভাবে উপস্থাপন করেন, যা দর্শকদের সঙ্গে সহজে সংযোগ স্থাপন করে। একদিকে যেমন তিনি সমাজে চলমান বিভিন্ন বিষয় নিয়ে সচেতনতা সৃষ্টি করছেন, অন্যদিকে তিনি তরুণদের মধ্যে ভিন্নধর্মী ও উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটাচ্ছেন।
রবিন রাফানের এ ধরনের সৃজনশীল কাজগুলো শুধু তার নিজস্ব পরিচিতি বাড়ানোর জন্যই নয়, বরং ডিজিটাল প্ল্যাটফরমে সৃজনশীল কাজের একটি নতুন মানদণ্ড স্থাপন করছে, যা আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
এ প্রসঙ্গে রবিন রাফান বলেন, ‘এই অ্যাওয়ার্ডটি আমার দায়িত্ব আরো বাড়িয়ে দিয়েছে। আমি চেষ্টা করব আমার কনটেন্টের মাধ্যমে দেশের মানুষের সেবা করতে এবং এই সম্মাননা আমি আমার সব শুভাকাঙ্ক্ষীকে উৎসর্গ করছি।’
রবিন রাফান তার সৃষ্টিশীল কাজের মাধ্যমে সমাজে নতুন ধারণা ও ভাবনা ছড়িয়ে দিচ্ছেন, যা তরুণ প্রজন্মের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে। তার অবদান স্বীকৃতি পেয়েছে এমন একটি গুরুত্বপূর্ণ পুরস্কারের মাধ্যমে, যা শুধু তার ব্যক্তিগত সফলতা নয়, বরং বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েশন ইন্ডাস্ট্রির জন্যও একটি বড় অর্জন। এই ধরনের সম্মাননা দেশের তরুণ প্রতিভাদের আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে সাহায্য করবে এবং ডিজিটাল মিডিয়ায় নতুন সুযোগের দ্বার উন্মোচন করবে।
এটিভিইউএসএর প্রেসিডেন্ট ও সিইও আকাশ রহমান এবং চেয়ারম্যান এশা রহমান বেস্ট কনটেন্ট ক্রিয়েটর অ্যাওয়ার্ডটি প্রদান করেন কনটেন্ট ক্রিয়েটর রবিন রাফানকে। ইভেন্টটি পরিচালানা করেন আইকনিক স্টার ও ফ্যাশন অ্যাওয়ার্ডসের সিইও পিয়াল হোসাইন।
এদিকে শারমিন আক্তার বৃষ্টি, যিনি তার ডিজিটাল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে মেকআপ আর্টিস্ট হিসেবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।
জানা যায়, গত প্রায় ৮ বছর ধরে ফেসবুকে মেকআপ ভেনিটি বাই বৃষ্টি পেজের মাধ্যমে অনলাইনেও অনেক মেকআপ টিউটোরিয়াল দিয়ে শিখিয়ে জাচ্ছেন শারমিন।
আন্তর্জাতিকভাবে সার্টিফাইড বিভিন্ন মেকআপ কোর্স সম্পন্ন করা শারমিন এখন বাংলাদেশে তার অভিজ্ঞতা শেয়ার করে নতুন প্রজন্মের মেকআপ আর্টিস্টদের প্রশিক্ষণ প্রদান করছেন। সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ওয়ার্ল্ড ইউনিয়ন একাডেমী অফ দ্যা কসমোটোলজি সার্টিফাইড কোর্স ও করেছে শারমিন আক্তার।
অ্যাওয়ার্ড পেয়ে শারমিন আক্তার বৃষ্টি বলেন, ‘এটা শুধুমাত্র আমার একার সাফল্য নয়, এটি আমার সকল প্রশিক্ষণার্থী ও সমর্থকদেরও সাফল্য। সামনে আমার আরও এগিয়ে যাওয়া অনুপ্রেরণা হিসেবে বড় ভূমিকা রাখবে। ভবিষ্যতেও ম্যাকআপ শিল্পে আরো উন্নতি করতে চাই।’
উল্লেখ্য, ‘আইকনিক সেলিব্রেশন নাইট’ ও ‘অ্যাওয়ার্ডস সিজন-৮’-এ বিভিন্ন প্রতিভাবান তারকা ও শিল্পী তাদের অসাধারণ কাজের জন্য পুরস্কৃত হয়েছেন। এর মধ্যে অন্যতম হলেন-অভিনেতা নীরব হোসাইন, সুমিত সেনগুপ্ত, ইয়াশ রোহান এবং জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস ও তানজিন তিশা।

 
                             
                                    



 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251031234404.webp) 
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন