মডেল-অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান। মডেলিংয়ের পাশাপাশি নাটকে অভিনয় করছেন তিনি। দীর্ঘ ৭ বছর পর ফের দক্ষিণ কোরিয়ায় স্টেজ পারফরম্যান্স করবেন এই মডেল।
দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত ‘বাংলাদেশ উৎসব ও বৈশাখী মেলা ২০২৫’অনুষ্ঠানের উপস্থাপনা করার পাশাপাশি তিনি পারফর্মও করবেন বলে দৈনিক রূপালী বাংলাদেশকে জানিয়েছেন।
এ আয়োজনে অংশ নিতে আজই দেশ ছাড়ছেন প্রিয়াঙ্কা। দক্ষিণ কোরিয়ার ইনসন গ্র্যান্ড পার্কে ৫ মে অনুষ্ঠিত হবে এ আয়োজন।
এ প্রসঙ্গে প্রিয়াঙ্কা বলেন, ‘বিদেশযাত্রাটা শুরু হয়েছিল আমার দক্ষিণ কোরিয়াতেই। এরপর আরও বহু দেশে শো করেছি। তবে খুব ইচ্ছা ছিল যেন আবার দক্ষিণ কোরিয়ায় শোতে যেতে পারি। সে সুযোগটাই এলো অবশেষে। তবে এবার যেহেতু অনুষ্ঠানের উপস্থাপনা আমাকেই করতে হচ্ছে, তাই প্রস্তুতিও সেভাবে নিয়েছি। আশা করছি, পুরো আয়োজনটি ঠিকঠাক মতো সম্পন্ন করতে পারব।’
প্রিয়াঙ্কা অভিনীত বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে মান্নান গাজীপুরীর ‘কী করে বলব তোমায়’ ও মোহাম্মদ আসলামের ‘তবুও প্রেম দামি’ নামের দুটি সিনেমা। এছাড়া কয়েকটি ধারাবাহিক নাটক বিভিন্ন টেলিভিশনে প্রচার হচ্ছে। দেশে ফিরেই ব্যস্ত হবেন আসন্ন ঈদের নাটকে।