ঢাকা রবিবার, ০৪ মে, ২০২৫

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ৪, ২০২৫, ১০:১২ এএম
ছবি: সংগৃহীত

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ অনাকাঙ্ক্ষিতভাবে হ্যাকড হয়েছে। কিছু সময়ের জন্য ওই পেজ থেকে অননুমোদিত ও অপ্রাসঙ্গিক কনটেন্ট শেয়ার করা হয়েছে বলে জানা গেছে।

শনিবার (৩ মে) রাতে পেজটি বন্ধ করে দেওয়া হয়।

শনিবার রাত সোয়া ৮টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড করা হয়। ইন্দোনেশিয়ার হ্যাকাররা ফেসবুক পেজ হ্যাকড করে। সেখান থেকে তারা লাইভও প্রচার করে। পরে রাত সাড়ে ৮টার দিকে পেজটি বন্ধ করে দেওয়া হয়। রাত সাড়ে ৮টার সময় এ রিপোর্ট লেখার সময়ও পেজটি বন্ধ ছিল।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড হওয়ার বিষয়ে জানতে চাইলে কোনো কর্মকর্তা এ বিষয়ে মুখ খোলেননি।