বাংলাদেশের সংগীত অঙ্গনের সবচেয়ে ধারাবাহিক ও মর্যাদাপূর্ণ পুরস্কার আয়োজনে আবারও জমতে চলেছে উৎসবের মঞ্চ। ২০০৪ সালে যাত্রা শুরু করা ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’ এবার পা দিচ্ছে ১৯তম বছরে।
আগামী ১৯ মে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হবে এবারের অনুষ্ঠান, যেখানে ১৮টি বিভাগে পুরস্কার দেওয়া হবে সংগীতের নানা শাখায়।
এই আয়োজনের সবচেয়ে গর্বের মুহূর্ত হতে যাচ্ছে নজরুলসংগীতের খ্যাতিমান শিল্পী ফেরদৌস আরার আজীবন সম্মাননা প্রাপ্তি। সংগীতের দীর্ঘ সাধনার স্বীকৃতি হিসেবে তিনি পাচ্ছেন এই সম্মান, যা তাকে যেমন অনুপ্রাণিত করছে, তেমনি সম্মানিত করছে গোটা সংগীতাঙ্গনকে।
‘এই সম্মাননা আমার কাজের গতি বাড়াবে বলেই বিশ্বাস করি’- একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন ফেরদৌস আরা।
এবারের আয়োজনে নতুন মাত্রা যোগ করতে থাকছে ফ্যাশন শো-র বিশেষ পর্ব। অনুষ্ঠানটির প্রকল্প পরিচালক রাজু আলীম জানান, ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসকে আমরা সংগীতের মহোৎসব বলেই দেখি। এবার তা আরও বৈচিত্র্যপূর্ণ ও স্মরণীয় করতে নানা পরিকল্পনা নেওয়া হয়েছে।’
চ্যানেল আই স্টুডিওতে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, ইমপ্রেস টেলিফিল্মের পরিচালক জহির উদ্দিন মাহমুদ, ঢাকা ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট রায়হান কাউসার এবং দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রধান নির্বাহী মোহাম্মদ ইদ্রিসুর রহমান। বিচারক প্যানেলে রয়েছেন সংগীতশিল্পী খুরশীদ আলম, ফুয়াদ নাসের বাবু ও মেহরীন।
সংগীতকে জীবনের আনন্দ-বেদনা, প্রতিবাদ আর প্রেমের প্রতীক হিসেবে উল্লেখ করে জহির উদ্দিন মাহমুদ বলেন, ‘চ্যানেল আই সেই অনুভবকে শ্রদ্ধা জানাতেই এই আয়োজন করে।’ শাইখ সিরাজ জানান, ‘সংস্কৃতি বিকাশে পৃষ্ঠপোষকদের অবদানের জন্য আমরা কৃতজ্ঞ।’
একুশ বছরের ইতিহাস পেরিয়ে ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’ আজ শুধুমাত্র পুরস্কার নয়, বরং সংগীতের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার এক বিরল উৎসব। ১৯ মে সেই ভালোবাসার সাক্ষী হবে সোনারগাঁওয়ের ভেন্যু।