‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’ (সিসিএল) হলো সেলিব্রিটিদের নিয়ে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট। এতে অংশগ্রহণ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা।
সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমাদের মেয়েদের ক্ষেত্রে যারা খেলছি; আমাদের প্রত্যেকটা মেয়ের ব্যাপারে খুবই আজেবাজেভাবে পোট্রে করা হচ্ছে নিউজগুলোতে। ব্যক্তিগত ব্যাপারের চাইতেও তারা কী পোশাক পরিধান করেছে, মানে কাপড়-চোপড় নিয়ে, কে কতটুক কীভাবে কাপড় পরল, কী করল না করল, এটা নিয়ে আজেবাজে কমেন্ট আসে।’
তিনি বলেন, ‘তারা এসব নিউজ করছে, আমি নিজেই এটার ভুক্তভোগী। আমাদের লাইফ নিয়ে সবার আগ্রহ থাকে, এটা স্বাভাবিক। কিন্তু আমাদের পাপারাজ্জি করবে, যেটা বলিউডে অনেক বেশি হয়। আমাদের দেশে একটু কম হয়। আমাদের দেশে যেটা হয়, যে হ্যারেসমেন্ট হয়। আমাদের দেশে পাপারাজ্জিটা হয় না।’
‘আমাদের দেশে যে হয় হ্যারাসমেন্ট। কীভাবে হয়? না বলে একটা ভিডিও করে দিয়ে এবং ওটাকে খুবই মানে নেগেটিভলি পোট্রে করা হয় এবং ওটার জন্য ভুক্তভোগী হই আমরা। কারণ দিনশেষে আমাদের প্রত্যেকের ফ্যামিলি আছে। দিন শেষে আমাদের ফ্যামিলি এগুলো দেখে এবং তারা কমেন্টও পড়ে। কমেন্ট পড়ে আমাদের অনেক প্রশ্নের উত্তর দিতে হয়।’
পোশাকের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আবার যারা এই নিউজ দেখবে তারা বলবে আপনারা একটু ঠিকঠাক মতো পরলেই হয় কাপড়। এটাও আবার কমেন্ট করবে। এখানে আসলে শাড়ি পড়লেও তো আবার কমেন্ট করবেন। কী যে পরব জানি না।’
‘যাই হোক খেলা তো আসলে খেলাই। ছেলে-মেয়ে সবার জন্য একই রকম। এখানে ওড়না বা হিজাব পরে খেলার কোনো সুযোগ নেই। তারপরও আমাদের মেয়েরা যথেষ্ট চেষ্টা করছি, আমরা আমাদের জায়গা থেকে যতটা মানে একটু কন্ট্রোভার্সি এড়িয়ে যাওয়ার জন্য। কারণ কন্ট্রোভার্সির তো শেষ নেই।’
অভিনেত্রী আরও বলেন, ‘এখন আপনার কাছে কোনটা দৃষ্টিকটু, সেটা হয়তো যে পরেছে তার কাছে দৃষ্টিকটু না। একেকজনের পার্সোনালিটি একেক রকম। আমার পার্সোনালিটি আমার ঢোলা টি-শার্ট ভালো লাগে। টাইট টিশার্ট ভালো লাগে না। এখন এটা আমার প্রেফারেন্স। এটার সঙ্গে আমার চরিত্র, শিক্ষার, জ্ঞানের কোনো সম্পৃক্ততা নেই।’
শেষে তিনি বলেন, ‘এখন যে মেয়েটা বোরকা পরে, ওই মেয়েকে দেখেও অনেকের অনেক কিছু হয়। তো এটা আসলে বলে লাভ নেই বা মানে বোরকা পরলে আবার অনেকে অনেক ক্ষেপে যাবে। মানে আমি বলতে চাচ্ছি যে অনেক শালীনভাবে একটা স্যালোয়ার-কামিজ পরে ওড়না পরে খুব ভদ্রভাবে এসেছি। তারপরও কিন্তু অনেক ধরনের কমেন্ট শুনতে হবে।’