ঢাকা শনিবার, ১০ মে, ২০২৫

ঈশ্বরদীতে আ.লীগ মনোনীত ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশিত: মে ৯, ২০২৫, ০৮:৩০ পিএম
আওয়ামী লীগ নেতা সাইফুজ্জামান পিন্টু। ছবি- রূপালী বাংলাদেশ

পাবনার ঈশ্বরদীতে পুলিশ অভিযান চালিয়ে পাকশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সাইফুজ্জামান পিন্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (০৯ মে) ছাত্র-জনতার আন্দোলনে হামলার মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আলাদতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রলব কুমার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে সাইফুজ্জামান পিন্টুকে পাকশীর রুপপুর নলগাড়ি এলাকার তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।