ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যেই ‘স্বাধীনতার ঘোষণা’ দিয়েছে বেলুচিস্তান।
বিখ্যাত সাহিত্যিক মির ইয়ার বালুচ সামাজিক যোগাযোগমাধ্যমে স্বাধীনতার ঘোষণা দিয়ে লেখেন, ভারতের উচিত স্বাধীন বেলুচিস্তানকে স্বীকৃতি দেওয়া। এ ছাড়া জাতিসংঘের কাছেও স্বাধীন বেলুচিস্তানের স্বীকৃতি চেয়েছেন তিনি।
এক্স হেন্ডেলে বালুচ লিবারেশন আর্মির একটি ভিডিও শেয়ার করে মির লেখেন, ‘আমরা স্বাধীনতা ছিনিয়ে নিয়েছি। ভারতের কাছে আবেদন, দিল্লিতে স্বাধীন বেলুচিস্তানের দূতাবাস স্থাপনের অনুমতি দেওয়া হোক। জাতিসংঘের কাছেও আমরা আবেদন জানাই, আমাদের স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হোক। সেই সঙ্গে শান্তিরক্ষা বাহিনী পাঠিয়ে পাক সেনাকে হটানো হোক।’
মির আরও জানিয়েছেন, ‘দ্রুতই স্বাধীন বেলুচিস্তানের সরকার গঠিত হবে। তার আগে প্রশাসন থেকে সরে যেতে হবে অ-বেলুচদের। ক্যাবিনেটে বেলুচ মহিলাদের প্রতিনিধিত্ব থাকবে। বন্ধু রাষ্ট্রগুলোর নেতাদের আমন্ত্রণ জানিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে স্বাধীন বেলুচিস্তান।’
এদিকে, বেলুচ লিবারেশন আর্মির দাবি, বেলুচ ভূখণ্ডের ৩০ শতাংশ তারা দখল করতে পেরেছে।
এর আগে গত বুধবার (৭ মে) পাকিস্তানি সেনার ওপর হামলা চালায় বেলুচ লিবারেশন আর্মি। এতে অন্তত ১২ সেনা আধিকারিকের মৃত্যু হয়। তাদের মধ্যে ছিলেন স্পেশাল অপারেশন কমান্ডার তারিক ইমরান, সুবেদার উমর ফারুক।