ঢাকা শনিবার, ১০ মে, ২০২৫

নেতানিয়াহুর সঙ্গে সরাসরি যোগাযোগ বন্ধ করেছেন ট্রাম্প : রিপোর্ট

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মে ১০, ২০২৫, ০৩:৪৩ এএম
ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহু। ছবি-সংগৃহীত

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সরাসরি যোগাযোগ বন্ধ করে দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরাইলি ও তুর্কি সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।

প্রতিবেদন মতে, ইসরাইলি আর্মি রেডিওর সাংবাদিক ইয়ানির কোজিন বৃহস্পতিবার (৮ মে) এক এক্স পোস্টে বলেন, ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগীরা ইসরাইলের কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডারমারকে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। ট্রাস্প মনে করেন, নেতানিয়াহু তার সঙ্গে সম্পর্ক থেকে ফায়দা লুটছেন।

ইসরাইলি এক কর্মকর্তা জানান, সম্প্রতি রিপাবলিকান নেতাদের সঙ্গে আলোচনার সময় ডারমারের আচরণ ট্রাম্পপন্থীদের কাছে ‘ঔদ্ধত্যপূর্ণ ও অসহযোগিতাপূর্ণ’ বলে  মনে হয়েছে। ট্রাম্পের ঘনিষ্ঠরা তাকে বলেছেন, নেতানিয়াহু তাকে ব্যবহার করছেন।

পরিচয় গোপন রাখা ওই কর্মকর্তা আরও বলেন, ‘ট্রাম্পকে একটা বিষয় সবচেয়ে বেশি ক্ষেপিয়ে তোলে, যখন কেউ তাকে বোকা বানানোর চেষ্টা করে বা চালবাজি করে। এ কারণেই তিনি নেতানিয়াহুর সঙ্গে সরাসরি যোগাযোগ বন্ধ করার সিদ্ধান্ত নেন।’ 
 
সাংবাদিক কোজিন আরও জানান, ইরান ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিষয়ে স্পষ্ট কোনো পরিকল্পনা না দেওয়া এবং গাজার ইস্যুতে কার্যকর কোনো প্রস্তাব না দেওয়াও নেতানিয়াহুর প্রতি ট্রাম্পের অসন্তোষ বৃদ্ধির কারণ।


 
ইসরাইলের একাধিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, নেতানিয়াহুর সঙ্গে যোগাযোগ বন্ধ করার পাশাপাশি ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ও জিম্মি চুক্তি করতে ইসরাইলের ওপর চাপও প্রয়োগ করছে যুক্তরাষ্ট্র। আগামী সপ্তাহে ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর শুরুর আগেই যুক্তরাষ্ট্র চায় গাজায় হামাস-ইসরাইলের যুদ্ধ বন্ধ হোক।

ইসরাইলের প্রভাবশালী দৈনিক হারেৎজ শুক্রবার (৯ মে) জানিয়েছে, ওয়াশিংটন ইসরাইলকে স্পষ্ট করে বলেছে, যদি নির্দিষ্ট নির্দেশনা অনুযায়ী চুক্তি না হয়, তাহলে ইসরাইলকে ‘একা ছেড়ে দেওয়া হবে’,।  অর্থাৎ যুক্তরাষ্ট্র ভবিষ্যতে আর সরাসরি সহায়তা করবে না।