ঢাকা শনিবার, ১০ মে, ২০২৫

গাজীপুরে পুলিশ পরিচয়ে ডাকাতি

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: মে ৯, ২০২৫, ০৫:৪০ পিএম
আসবাবপত্র ভেঙে নগদ ৫০ হাজার টাকা ও তিন ভরি স্বর্ণালংকার লুট করে ডাকাতদল। ছবি-রূপালী বাংলাদেশ

গাজীপুরের কালিয়াকৈরে পুলিশ পরিচয়ে সাবেক প্রধান শিক্ষক শহিদুল ইসলামের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।

এ সময় ডাকাতরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। 
 
বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাত ৩টার দিকে কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের কালিয়াদহ এলাকায় এ ঘটনা ঘটে।  

শহিদুল ইসলাম ওই গ্রামের মৃত মোগরব আলী সরকারের ছেলে।

 

ভুক্তভোগী পরিবার জানায়, ওই দিন রাতে সবাই ঘুমিয়ে ছিলেন। হঠাৎ রাত ৩টার দিকে পুলিশ পরিচয় দিয়ে দরজায় কড়া নাড়ে ডাকাতদল। বিষয়টি স্বাভাবিকভাবে নিয়েই ঘরের দরজা খুলেন শহিদুল ইসলাম। দরজা খুলতেই  ডাকাতদল তার পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারিসহ বিভিন্ন আসবাবপত্র ভেঙে নগদ ৫০ হাজার  টাকা ও তিন ভরি স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়।

খবর পেয়ে শুক্রবার (৯ মে) সকালে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। 

কালিয়াকৈর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) জুবায়ের হোসেন বলেন, ডাকাতির খবর পাওয়া গেছে। সেখানে পুলিশ গিয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।