ঢাকা সোমবার, ১২ মে, ২০২৫

কলম্বোতে টস জিতে ব্যাটিংয়ে ভারত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মে ১১, ২০২৫, ১২:১০ পিএম
ছবি : সংগৃহীত

শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা ও ভারতের মধ্যে ত্রিদেশীয় মহিলা ওয়ানডে সিরিজের ফাইনালে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। 

এই সিরিজে এখন পর্যন্ত ছয়টি ম্যাচ খেলা হয়েছে, তিনটি ম্যাচ জিতেছে প্রথমে ব্যাটিং করা দল এবং বাকি তিনটিতে জিতেছে রান তাড়া করা দল। ফলে টস জেতার পর সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। 

আজ রোববার (১১ মে) মাঠের তাপমাত্রা ও আর্দ্রতা মাথায় রেখে শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আথাপথু প্রথমে ফিল্ডিং করতে পেরে সন্তুষ্ট।

ভারত তাদের একাদশে একটি বড় পরিবর্তন এনেছে। অভিষেক করানো হয়েছে পেসার ক্রান্তি গৌড়কে, যিনি বামহাতি স্পিনার শুচি উপাধ্যায়ের জায়গায় সুযোগ পেয়েছেন। সফরের চার নতুন মুখের মধ্যে তিনজনই ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত হলেন।

শ্রীলঙ্কা দলে এসেছে দুটি পরিবর্তন। অলরাউন্ডার কবিশা দিলহারি চোটের কারণে খেলতে পারেননি, তাঁর পরিবর্তে দলে এসেছেন মিডল অর্ডার ব্যাটার পিউমি ওয়াথসালা।

আর অফস্পিনার ইনোশি প্রিয়দর্শনীর পরিবর্তে একাদশে ফিরেছেন অভিজ্ঞ বাঁহাতি স্পিনার ইনোকা রানাবীরা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ২১ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৯৬ রান।

তবে পরিসংখ্যান ভারতের পক্ষে, দুই দলের ৩৩টি মুখোমুখি ম্যাচে ভারত জিতেছে ৩০টিতেই।