ঢাকা মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

টাকার অভাবে বিয়ে করেননি সালমান!

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ১৩, ২০২৫, ১১:৩৪ এএম
সালমান খান। ছবি: রূপালী বাংলাদেশ

বলিউড সুপারস্টার সালমান খান শুধু রুপালি পর্দার নয়, কোটি ভক্তের হৃদয়ের স্পন্দন। ৬০ ছুঁই ছুঁই বয়সে এখনো  গাঁটছড়া বাঁধা হয়নি তার। সমসাময়িক সব তারকাই বিয়ে করে স্ত্রী-সন্তান নিয়ে সংসারে ব্যস্ত হলেও বলিউড ভাইজান থেকে গেছেন ব্যাচেলর।

বলিউড ভাইজানের জীবনে একাধিকবার প্রেম এসেছে। কখনো ঐশ্বরিয়া তো কখনো ক্যাটরিনা। তবে তার পরিণয় ঘটেনি। বিয়ে না করার কারণ হিসেবে কেউ কেউ মনে করেন প্রেমের ব্যর্থতা। আবার কেউ মনে করেন দুই ভাইয়ের বিয়ের ব্যর্থতা।

২০১৮ সালের গ্লোবাল সামিটে উপস্থিত হয়ে বিয়ে নিয়ে করা প্রশ্নের উত্তরে অভিনেতা যা বলেছিলেন, তা রীতিমতো হাস্যকর। 

সালমান  বলেন, ‘আমার কাছে এত টাকা কই? আমার বাবার যখন বিয়ে হয়েছিল, তখন মাত্র ১৮০ টাকা খরচ হয়েছিল। কিন্তু এখন বিয়ে মানেই একটি বড় অনুষ্ঠান। কোটি কোটি টাকা ব্যয়। এত টাকা খরচ করার ক্ষমতা আমার নেই। শুধু এই কারণেই আমি একজন অবিবাহিত পুরুষ হয়ে রয়ে গেছি।’

তিনি বলেন, ‘আমি তো সুরজ বরজাতিয়াকে বারবার বলেছিলাম বিয়েকে এত বড় করে না দেখাতে সিনেমার মধ্যে। ‘ম্যানে পেয়ার কিয়া’, ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমায় বিয়ে নিয়ে যা দেখানো হয়েছিল, তারপর থেকেই মানুষের কাছে বিয়ে একটি বড় অনুষ্ঠানে পরিণত হয়।’