ঢাকাই সিনেমার বেশ জনপ্রিয় নায়িকা শাবনূর বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন। সম্প্রতি মোবাইলে কথা বলতে বলতে হাঁটার সময় পড়ে গিয়ে পায়ে গুরুতর চোট পেয়েছেন তিনি।
শনিবার (৮ মে) এ ঘটনা ঘটে।
দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্রে রাজত্ব করা এই অভিনেত্রী এখন পর্দার বাইরে থাকলেও জনপ্রিয়তায় বিন্দুমাত্র ভাটা পড়েনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত ছবি ও ভিডিও শেয়ার করে তিনি আজও ভক্তদের হৃদয়ে জায়গা করে আছেন।
একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শাবনূর জানান, মোবাইল ফোনে কথা বলতে বলতে সিডনির ল্যাকেম্বা এলাকায় হাঁটার সময় হঠাৎ পড়ে যান তিনি। এতে তার পা মচকে যায় এবং হাঁটুর চামড়াও ছিঁড়ে যায়।
পরে তিনি চিকিৎসকের শরণাপন্ন হলে জানতে পারেন, তার পায়ের টিস্যু ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসকের পরামর্শে দুই সপ্তাহ পায়ে প্লাস্টার করা হয়েছে। এখন তিনি ক্রাচের সাহায্যে চলাফেরা করছেন।
শাবনূর বলেন, ‘পা মচকে যাওয়ার পর এতটাই ব্যথা পেয়েছিলাম যে, দাঁড়াতেও পারছিলাম না। হেল্প নিয়ে হাসপাতালে যাই। পরীক্ষা-নিরীক্ষা শেষে প্লাস্টার করতে হয়।’
তিনি আরও বলেন, ‘আজ তো অল্পের জন্য বেঁচে গেছি। কিন্তু যদি গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বলতাম, তাহলে হয়তো বড় ধরনের দুর্ঘটনা ঘটত, আর কারও জীবনও ঝুঁকিতে পড়তে পারত।’
এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে শাবনূর সমাজের সবাইকে সতর্ক করে বলেন, ‘চলাফেরার সময় কিংবা গাড়ি চালানোর সময় কখনোই মোবাইল ফোন ব্যবহার করা উচিত নয়। ব্যথা পেয়ে বুঝেছি, সচেতনতা কতটা জরুরি।’
শাবনূরের চলচ্চিত্রে অভিষেক ঘটে ১৯৯৩ সালে প্রয়াত পরিচালক এহতেশামের ‘চাঁদনী রাতে’ ছবির মাধ্যমে। এরপর ‘স্বপ্নের ঠিকানা’, ‘ভালোবাসি তোমাকে’, ‘ও প্রিয়া তুমি কোথায়’, ‘আনন্দ অশ্রু’, ‘হৃদয়ের বন্ধন’, ‘বউ শাশুড়ির যুদ্ধ’সহ বহু হিট ছবি উপহার দিয়ে তিনি হয়ে ওঠেন ঢালিউডের এক অবিস্মরণীয় নাম।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন