শনিবার, ১৭ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিনোদন ডেস্ক

প্রকাশিত: মে ১৬, ২০২৫, ১১:১৬ পিএম

কিং ছবিতে এবার শাহরুখের সঙ্গে যুক্ত হলেন রানি মুখার্জি

বিনোদন ডেস্ক

প্রকাশিত: মে ১৬, ২০২৫, ১১:১৬ পিএম

কিং ছবিতে এবার শাহরুখের সঙ্গে যুক্ত হলেন রানি মুখার্জি

শাহরুখ খান ও রানি মুখার্জি। ছবি- সংগৃহিত

‘বলিউড বাদশা’-খ্যাত শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার ‘কিং’ এবার আরও বড়, আরও চমকপ্রদ। দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, সুহানা খান, অনিল কাপূর, জ্যাকি শ্রফ, আর্শাদ ওয়ারসি, জয়দীপ আহলাওয়াত ও অভয় বর্মার পর এবার এই তারকাবহুল ছবিতে যুক্ত হলেন বলিউডের অন্যতম শক্তিশালী অভিনেত্রী রানি মুখার্জি।

একটি গণমাধ্যমের বরাতে জানা যায়, ‘কিং’ ছবিতে রানি মুখার্জির অংশটুকু এক্সটেন্ডেড ক্যামিও হলেও তা ভীষণ গুরুত্বপূর্ণ। 

রানি মুখার্জি ও শাহরুখ খান দীর্ঘদিন পর পর্দায় একসঙ্গে ফিরছেন। রানিকে দেখা যাবে সুহানা খানের মায়ের চরিত্রে, যার গল্পটাই গোটা অ্যাকশন থ্রিলারের আবেগঘন চালিকাশক্তি হিসেবে কাজ করবে।

রানির ছবিতে যুক্ত হওয়া একেবারে সহজ সিদ্ধান্ত ছিল। নির্মাতারা জানান, ‘শাহরুখ ও সিদ্ধার্থ আনন্দ যখন রানিকে এই চরিত্রের প্রস্তাব দেন, তখন তিনি গল্প শুনেই সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান।’

‘রানির ট্র্যাকটা এই ছবির ‘হার্টবিট’ হয়ে উঠবে, যেটা কেবল অ্যাকশন নয়, আবেগও যোগ করবে’, বলেন একটি ঘনিষ্ঠ সূত্র।

রানি ও শাহরুখের দীর্ঘ চলচ্চিত্রিক সম্পর্কের খতিয়ান বেশ দীর্ঘ - ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কভি খুশি কভি গম’, ‘চলতে চলতে’, ‘পহেলি’, ‘কভি আলবিদা না কেহনা’র মতো ছবিতে তারা জুটি বেঁধে মুগ্ধ করেছেন দর্শকদের। 

আবার একে অপরের ছবিতে ক্যামিওতেও ধরা দিয়েছেন একাধিকবার। সেই তালিকায় রয়েছে ‘কাল হো না হো’, ‘রব নে বনা দি জোড়ি’, ‘ওম শান্তি ওম’, ‘জিরো’, ‘সাথিয়া’ ও ‘হার দিল যো পেয়ার করেগা’র মতো ছবি।

‘পাঠান’-এর পর পরিচালক সিদ্ধার্থ আনন্দ ও শাহরুখ খান একসঙ্গে ফের ‘কিং’-এ। পাঠানেও দীপিকা পাড়ুকোন ছিলেন গুরুত্বপূর্ণ চরিত্রে, এবারও তিনিও আছেন ‘কিং’-এর দলে।

জানা গেছে, ছবির মুম্বাই শ্যুটিং শুরু হচ্ছে ২০ মে থেকে। শাহরুখ খান থাকছেন এক জন প্রশিক্ষিত হিটম্যান বা ঘাতকের ভূমিকায়, যার মুখোমুখি হবেন অভিষেক বচ্চনের চরিত্র। এরই মধ্যে সুহানা খানের বড় পর্দার অভিষেক ও অ্যাকশন লুক ঘিরে চলেছে প্রবল আগ্রহ।

তবে এখন গোটা কাহিনির আবেগী কেন্দ্রবিন্দু হয়ে উঠছেন রানি মুখার্জি। এই অভিজ্ঞ অভিনেত্রীর অন্তর্ভুক্তি যে ছবির প্রতি প্রত্যাশা আরও বাড়িয়ে দিচ্ছে, সে নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই।

আরবি/নক

Link copied!