বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। তাকে বলা হয় বিতর্কের রানি। বলিউড তো বটেই, বিশ্বের আলোচিত যে কোনো ঘটনা নিয়ে তার মন্তব্য অবশ্যম্ভাবী। আর সেই মন্তব্য নিয়ে শুরু হয় বিতর্ক। মূলত বিতর্কে থাকার জন্যই তিনি মন্তব্য করেন। বলিপাড়ায় ঠোঁটকাটা অভিনেত্রী হিসেবেও পরিচিত।
সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে প্রায় দিন নিজের জীবন নিয়ে নানা কথা আপডেট দিতে থাকেন তিনি।
পেশায় তিনি অভিনেত্রী, পর্দায় বলিষ্ঠ চরিত্রগুলো ফুটিয়ে তুলতে পারদর্শী। আবার অন্যদিকে হিমাচলের সংসদ সদস্য। অভিনেত্রী গুণমুগ্ধ আসমুদ্র হিমাচল। কিন্তু গত কয়েক বছরে সেই পরিচয় ছাপিয়ে তিনি হয়ে উঠেছেন বিশেষ রাজনৈতিক মতাদর্শের বাহক।
এবার বিতর্কের পাশাপাশি নিজেকে করে তুললেন হাস্যরসের মানুষ হিসেবে।
গত ২২ এপ্রিল পহেলগাঁও জঙ্গি হামলায় ২৬ নিরপরাধ পর্যটকের মৃত্যুর পর পাকিস্তানের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন তিনি। ৬ মে ‘অপারেশন সিঁদুর’-এর পরও সামাজিক মাধ্যমে নিজের বক্তব্য জানিয়েছিলেন। পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদে পূর্ণ, জঘন্য দেশ’ বলে দাগিয়ে দিয়েছিলেন। এমনকি পৃথিবীর মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে দেওয়া উচিত বলেও দাবি করেছিলেন কঙ্গনা।
কিন্তু গত রোববার অভিনেত্রী ইনস্টাগ্রামে একটি রিল পোস্ট করেন। সেখানে দেখা যায়, রাজস্থানের কোনো প্রাসাদে ঘুরে বেড়াচ্ছেন তিনি। সবুজ বাগানে সবুজ-গোলাপি রেশমি শাড়িতে মোহময়ী লাগছিল তাকে। তারই সঙ্গে তাল মিলিয়ে নেচে ওঠে ময়ূর, কিশোরীর মতো লাফালাফি করে গাছ থেকে ফল পাড়তে দেখা যায় অভিনেত্রীকে।
কঙ্গনা বলেন, বেঁচে থাকার জন্য কেবল একটি জিনিসই প্রয়োজন, তা হলো-জীবন। আশা রাখি, আমরা শুধু বেঁচে থাকার জন্যই বাঁচব না। জীবনটাকে উপভোগ করব। আর এখানেই একটি ভুল করে বসেন অভিনেত্রী। এই রিলে তিনি জুড়ে দেন পাকিস্তানি গায়ক জায়েন জোহেবের গান-‘রানঝেয়া ওয়ে’। ২০২২ সালে মুক্তি পেয়েছিল এই পাকিস্তানি গান।
এমন পরিস্থিতিতে কঙ্গনার মতো স্পষ্টবক্তা অভিনেত্রী ও রাজনীতিবিদের রিলে পাকিস্তানি গান ব্যবহার করায় নতুন করে উসকে উঠেছে বিতর্ক। পাকিস্তানি নেটিজেনরা তুলাধোনা করেছেন কঙ্গনাকে। সেই সঙ্গে তার ভক্ত-অনুরাগীরাও ছুড়ে দিয়েছেন কটু মন্তব্য। তবে অভিনেত্রীর অমনোযোগিতায় হাসির রোলও তুলেছেন অনেক নেটিজেন।
আপনার মতামত লিখুন :