শুক্রবার, ১৬ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিনোদন ডেস্ক

প্রকাশিত: মে ১৫, ২০২৫, ০৯:১৭ পিএম

ব্যাচেলর পয়েন্ট সিজন ৫ ফিরছে ভূতুড়ে টুইস্ট নিয়ে

বিনোদন ডেস্ক

প্রকাশিত: মে ১৫, ২০২৫, ০৯:১৭ পিএম

ব্যাচেলর পয়েন্ট সিজন ৫ ফিরছে ভূতুড়ে টুইস্ট নিয়ে

ব্যাচেলর পয়েন্ট সিজন ৫-এর পোস্টার। ছবি- সংগৃহীত

প্রায় আড়াই বছর পর আবারও ছোটপর্দায় ফিরছে ‘ব্যাচেলর পয়েন্ট’। কাজল আরেফিন অমি পরিচালিত এই জনপ্রিয় ধারাবাহিকের পঞ্চম সিজনের ফার্স্ট লুক পোস্টার প্রকাশিত হয়েছে সম্প্রতি। 

দেখা গেছে, পুরোনো তিন ব্যাচেলর- কাবিলা, পাশা ভাই ও হাবু ভাইকে। তবে এবার তাদের সঙ্গে দেখা মিলেছে এক অদ্ভুত ভূতের, যার মুখে সাদা কাপড়, চোখে রোদচশমা! এই ভূত কে? আর কেনই বা?- এমন প্রশ্নে এখন সরগরম ভক্তমহল।

ফার্স্ট লুক পোস্টারে না থাকায় অনেকেই সন্দেহ করেছিলেন। তবে নির্মাতা নিশ্চিত করেছেন শুভ থাকছেন সিজন ৫-এ, তবে সরাসরি নয়। 

কানাডায় অবস্থান করায় মিশু সাব্বির এবার শুটিংয়ে অংশ নিতে পারেননি। তবে নির্মাতা জানিয়েছেন, কাবিলাদের সঙ্গে ভিডিও কলে যুক্ত হয়ে শুভ হাজির হবেন নাটকে।

অমির ভাষায়, ‘শুভ চরিত্রটা বাদ যাবে না, সে ভিডিও কলেও থাকতে পারে।’

এবারের সিজনে কিছু নতুন মুখও দেখা যেতে পারে। যদিও নির্মাতা এখনই কোনো নাম প্রকাশ করতে রাজি নন, তবে বলছেন, ‘নতুন কিছু চরিত্র থাকবে।’ 

ফার্স্ট লুকে একমাত্র নতুন মুখ হিসেবে ‘ভূত’র উপস্থিতিই আপাতত নিশ্চিত। চরিত্রটি কমিক রিলিফ, না কি গল্পে বড় মোড় আনবে- তা এখনো স্পষ্ট নয়।

২০২২ সালের ডিসেম্বরে ১১৬তম পর্ব প্রচারের মাধ্যমে শেষ হয় ‘ব্যাচেলর পয়েন্ট’-এর চতুর্থ সিজন। এরপর থেকেই ভক্তরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে জানতে চেয়েছেন, ‘পঞ্চম সিজন কবে আসবে?’ 

অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটছে। এরই মধ্যে শুটিং শুরু হয়ে গেছে। নির্মাতা জানিয়েছেন, প্রথম পর্বের শুটিং শেষ, চলছে পোস্ট-প্রোডাকশন। বড় আয়োজন করে মুক্তির তারিখ ঘোষণা করবেন তারা।

এবার ‘ব্যাচেলর পয়েন্ট ৫’ প্রচারিত হবে চ্যানেল আই-এ। এই সিজন নিয়ে সম্প্রতি নির্মাতা অমি ও চ্যানেল আইয়ের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে। 

অনুষ্ঠানটির বিপণন পরিচালক ইবনে হাসান খান বলেন, ‘চ্যানেল আই-এর দর্শকদের জন্য এমন একটি প্রিয় ধারাবাহিক ফিরিয়ে আনা আমাদের জন্য বড় পাওয়া।’

অমিও বলেন, ‘চ্যানেল আই পাশে থাকায় এবার পরিকল্পনাটা অনেক বড় করতে পারছি।’

সব মিলিয়ে তিন পুরোনো ব্যাচেলরের সঙ্গে এবার এক নতুন ‘ভূতের’ উপদ্রব শুরু হচ্ছে। শুভ থাকছেন, তবে ভার্চুয়ালি। 

আর কিছু চমক অপেক্ষায় আছে, যা পর্দায় ওঠার পরই জানা যাবে। দর্শকদের কাছে আগের চেয়েও বেশি উপভোগ্য ও গ্রহণযোগ্য হবে- এমনটাই প্রত্যাশা!

আরবি/নক

Link copied!