দাবি আদায়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে রাজধানীর কাকরাইল মোড়ে গণঅনশন কর্মসূচি শুরু করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
শুক্রবার (১৬ মে) বিকেল পৌনে চারটায় আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের পক্ষ থেকে এ গণঅনশন কর্মসূচি ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক মঞ্জুর মোর্শেদ।
তিনি বলেন, এখন থেকে আমাদের গণঅনশন শুরু। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের গণঅনশন কর্মসূচি চলবে। এর ফলে কোনো শিক্ষার্থী কিংবা শিক্ষক অসুস্থ বা কিছু হলে এর দায়ভার এ সরকারকেই নিতে হবে।
উল্লেখ্য, টানা ৫০ ঘণ্টা প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে কাকরাইল মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেও তাদের দাবি পূরণের কোনো আশ্বাস পাননি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। বাধ্য হয়ে তাই এবার শুরু করলেন গণঅনশন।
আপনার মতামত লিখুন :