চিত্রনায়িকা পরীমণির কাজের চেয়ে ব্যক্তিজীবন নিয়েই বেশি আলোচনা হয়। বিতর্ক যেন তার জীবনের একটি অংশ হয়ে গেছে। একটি বিষয় শেষ হতে না হতেই নতুন কোনো বিষয় নিয়ে সংবাদের শিরোনাম হন পরীমণি। তিনি বিষয়টি অনুধাবন করে সব বিতর্ক থেকে দূরে থাকতে চান। তাই চেষ্টা করছেন নিজেকে বদলানোর।
সম্প্রতি এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পরীমণি বলেন, ‘আমি যত চাই ঝামেলাগুলো এড়িয়ে, নিজেকে আড়াল করে জীবনটা উপভোগ করব; ততই ঝামেলাগুলো আমার ওপর জেঁকে বসে। তাই বিশ্বাস করা শুরু করেছি, সব ঝামেলা নিয়েই আমাকে বাঁচতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমি আসলে এনজয় করা ছেড়ে দিয়েছি। কাজ এবং দুই বাচ্চাকে নিয়ে থাকতে চাই। আমি আসলে আর কষ্ট নিতে চাই না। এত কষ্ট নেওয়ার আর জায়গা নেই। এখন একটা জিনিস খুব শিখেছি, অ্যাভয়েড করা। জাস্ট অ্যাভয়েড করো এবং সুখে থাকো।’
পরীমণি আরও বলেন, ‘আর দশজন মানুষের মতো আমারও রাগ, দুঃখ, কষ্ট, অভিমান হয়। আমি সবকিছু নিতে পারি না। দুম করে রিঅ্যাক্ট করে ফেলি। সেই রিঅ্যাকশনটা মানুষ নিতে পারে না। মানুষ বলে নায়িকা মানুষ এটা করা যাবে না। এই বাউন্ডারির মধ্যে যখন পড়ে গেছি, তখন আমার মনে হয় জাস্ট অ্যাভয়েড করি।’
আপনার মতামত লিখুন :