সিনেমাপ্রেমীরা অপেক্ষার প্রহর গুনছিলেন নির্মাতা রায়হান রাফি পরিচালিত শাকিব খান অভিনীত নতুন সিনেমা ‘তাণ্ডব’র নতুন লুক দেখার জন্য।
রোববার (১৮ মে) প্রকাশ করা হয়েছে সিনেমাটির টিজার। এটি শেয়ার করেছেন চিত্রনায়িকা বুবলীও।
ভালোবাসার ইমোজিজুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চিত্রনায়িকা বুবলী লিখেন, ‘আরেকটি ঘূর্ণিঝড় আসছে।’
এদিকে, সিনেমাটির টিজার নিজের ভেরিফাইড প্রোফাইলে শেয়ার করে শাকিব খান লিখেছেন, সিনেমার ভূমিকম্প শুরু হতে চলেছে। বিশৃঙ্খলার নতুন রূপের মুখোমুখি হন। এখানে রয়েছে বহু প্রতীক্ষিত ‘তাণ্ডব’-এর পূর্বাভাস!
তিনি লিখেন, ‘এই ঈদুল আজহায় সবাইকে নিজ এলাকার প্রেক্ষাগৃহে অবস্থান নিতে বলা হয়েছে। তাণ্ডব আসছে...
আপনার মতামত লিখুন :