রাজধানীতে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটের সামনে প্রকাশ্যে পাথর দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে সোহাগ নামের এক ভাঙারি ব্যবসায়ীকে। গত বুধবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে রজনী ঘোষ লেনে ঘটে এ নৃশংস হত্যাকাণ্ড।
ঘটনার একটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ক্ষোভের ঝড় ওঠে। জনসাধারণ প্রশ্ন তুলছেন- পাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলো কেন কিছুই করল না? কোথায় রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী?
এই ঘটনার প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। নিজের ফেসবুকে শেয়ার করা এক আবেগঘন পোস্টে তিনি বলেন, এটি একটি মর্মান্তিক ছবি। কাউকে এভাবে হত্যা করতে দেখেও অন্যরা দাঁড়িয়ে আছে। এটা কীভাবে সম্ভব? আমরা কোন দেশে বাস করছি?
তিনি আরও লেখেন, আর সরকার? অন্য সময়ের মতো নীরব। তারা কোথায়? কথা বলে না কেন? পদক্ষেপ নেয় না কেন? এই দেশে কি আমি নিরাপদ? আমি যা অনুভব করছি তা কি সত্যিই বলার অনুমতি আছে আমার? নাকি আমি-ই হব পরবর্তী টার্গেট- শুধু সত্য বলার জন্য?
বাঁধনের এই পোস্টে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই একমত প্রকাশ করে মন্তব্য করেছেন যে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগের সময় এসেছে।
এই হত্যাকাণ্ড নিয়ে কথা বলেছেন আরও অনেকে- নির্মাতা আশফাক নিপুন, অভিনেতা খায়রুল বাসার প্রমুখ। তারা সবাই একই সুরে বলছেন, এমন নির্মমতা আর দর্শকের নির্লিপ্ততা এক ভয়াবহ সামাজিক সংকেত।
এদিকে মিটফোর্ড হাসপাতাল এলাকাজুড়ে এখন আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় দোকানি ও পথচারীদের অনেকে মুখ খুলতে চাইছেন না, কেউ কেউ বলছেন, ‘ভয়ে কিছু বলি না, কেউ তো রক্ষা করবে না।’



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন