১৫ বছর ধরে অপেক্ষায় থাকা ‘পুতুলনাচের ইতিকথা’ অবশেষে এবার নাচতে চলেছে বড় পর্দায়। তবে মুক্তির আগে থেকেই ছবির কেন্দ্রীয় চরিত্র ‘কুসুম’-এর রূপে জয়া আহসানের এক মন্তব্য নেটদুনিয়ায় ছড়িয়ে দিল কৌতূহল আর কিছু গুঞ্জন।
এই ছবির ‘কুসুম’ চরিত্রটিকে অনেকেই দেখেছেন শরীরের চোখে, কিন্তু জয়া তার নিজের জীবন থেকেই বুঝিয়ে দিলেন, শরীর আর মন দুটোই সমান জরুরি। প্রেমে, অভিনয়ে, এমনকি অস্তিত্বেও। বললেন, ‘আমার জীবনে মন এবং শরীর উভয়ের ভূমিকাই গুরুত্বপূর্ণ। আমার বিশ্বাস কুসুমেরও তাই।’

ভারতীয় একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জয়া বলেন, ‘মন দিয়ে তো মানুষকে ছোঁয়া যায় না, শরীর দিয়ে মন ছুঁতে হয়।’ কেবল সংলাপ নয়, এক গভীর দার্শনিক দৃষ্টি, যার ভাঁজে লুকিয়ে আছে নারী, শরীর আর সমাজের যোগসূত্র।
শরীরের এই কাব্যিক উচ্চারণের মাঝে কিছুটা রহস্যও রাখলেন তিনি। শশী-কুসুমের পর্দার রসায়ন নিয়ে প্রশ্নের জবাবে জয়া হেসে বলেন, ‘এখনই জানতে চাইবেন না, ওটা ১ আগস্ট পর্দার জন্য তোলা থাক।’
ছবির পরিচালক সুমন মুখার্জির চোখেও জয়া আর কুসুম যেন এক মুদ্রার এপিঠ-ওপিঠ। তিনি বলেন, ‘১৫ বছর আগের গল্প হলেও ছবির ভাষা আজও প্রাসঙ্গিক। সময় বদলালেও নারীর শরীর-মন নিয়ে সমাজের চোখের ভাষা বদলায়নি।’

জয়ার শরীরী দার্শনিকতা আর কুসুমের কল্পনার গা ঘেঁষা বাস্তবতা—এই মিলনমেলায় দর্শকদের আগ্রহ তো বাড়বেই। এখন দেখার, ১ আগস্ট বড়পর্দায় কুসুম যখন শরীরের আবরণ ছাপিয়ে মন ছুঁয়ে যায়, তখন তা কে কেমনভাবে নেয়!
আপনার মতামত লিখুন :