বুধবার, ৩০ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিনোদন ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৯, ২০২৫, ০৪:৫৪ পিএম

দ্বন্দ্ব ভুলে ওয়েসিসের কনসার্টে টম ক্রুজ

বিনোদন ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৯, ২০২৫, ০৪:৫৪ পিএম

অ্যাকশন হিরো টম ক্রুজ আর ওয়েসিস ব্যান্ডের লিয়াম ও নোয়েল গ্যালাগার। ছবি - সংগৃহীত

অ্যাকশন হিরো টম ক্রুজ আর ওয়েসিস ব্যান্ডের লিয়াম ও নোয়েল গ্যালাগার। ছবি - সংগৃহীত

যার নামে একদিন সমালোচনার তুবড়ি ছুটিয়েছিলেন লিয়াম আর নোয়েল গ্যালাগার সেই টম ক্রুজকেই দেখা গেল ওয়েসিস ব্যান্ডের কনসার্টে, একেবারে গলা ছেড়ে গাইতে! লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে সদ্য অনুষ্ঠিত হওয়া ওয়েসিসের সোল্ড-আউট কনসার্টে হলিউডের অ্যাকশন হিরো টম ক্রুজ উপস্থিত ছিলেন, আর সেটাই এখন রীতিমতো ইন্ডাস্ট্রির গসিপের মূল খোরাক।

হলিউড তারকা টম ক্রুজ। ছবি- সংগৃহীত

২০০৭ সালের ‘লর্ড ডোন্ট স্লো মি ডাউন’ ডকুমেন্টারিতে গ্যালাগার ভাইরা টম ক্রুজকে নিয়ে মন্তব্য করেন, যা ক্রুজ-ভক্তরা ভুলতে পারেনি এখনো।

ওয়েসিসের গিটারিস্ট নোয়েল গ্যালাগার বলেন, ‘ও একটা ছোটখাটো বজ্জাত। জীবনে একটাও ভালো সিনেমায় অভিনয় করেনি।’ 

লিয়াম ও নোয়েল গ্যালাগার। ছবি- সংগৃহীত

আর ভোকালিস্ট লিয়াম তো এক কাঠি সরেস—‘আমি টম ক্রুজকে ঘৃণা করি। হতচ্ছাড়া। ও আর মাইকেল ওয়েন (ফুটবল তারকা) দুজনেই বিরক্তিকর।’

কিন্তু সময় বোধ হয় অনেক ক্ষতই মুছে দিতে পারে। ২০০৯ সালে বার্লিনের এক হোটেলে লিয়াম আর টমের হঠাৎ দেখা হয়, তখন ‘ভ্যালকিরি’র প্রচারে টম আর ওয়েসিসের কনসার্টে লিয়াম ছিলেন শহরে। 

একাধিক প্রতিবেদনের দাবি, টম প্রথমে লিয়ামকে উপেক্ষা করে হাঁটছিলেন, পরে হঠাৎ ঘুরে দাঁড়িয়ে স্মিত হাসিতে বলেছিলেন, ‘তুমি তো ককটেল সিনেমাটাকে ভালো বলেছিলে।’ 

দুজনের মধ্যে কিছু হাস্যরস, কিছু স্মৃতি আদান-প্রদান, তারপর করমর্দন—সেদিন থেকেই নাকি বরফ গলতে শুরু করে।

এই বছরের শুরুতে ওয়েসিসের বহু প্রতীক্ষিত রিইউনিয়ন ট্যুর শুরু হয়েছে কার্ডিফ থেকে। ১৬ বছর পর মঞ্চে ফিরে আবারও যেন পুরোনো ম্যাজিক ছড়াচ্ছে তারা। আর লন্ডনের কনসার্টে টম ক্রুজের উপস্থিতি শুধু চমক নয়, রীতিমতো ঐতিহাসিক মুহূর্ত। 

ওয়েসিস ব্যান্ড। ছবি- সংগৃহীত

দুয়া লিপা, ক্যালাম টার্নারসহ আরও অনেক সেলিব্রেটিও ছিলেন সেই রাতে; কিন্তু আলোটা টমের দিকেই ঘুরে যায়, কারণ ওয়েসিসের প্রাক্তন ‘ঘোরতর সমালোচক’ তখন মঞ্চের সামনে দাঁড়িয়ে গলা ছেড়ে গাইছেন, ‘ডোন্ট লুক ব্যাক ইন অ্যাঙ্গার!’

কী আশ্চর্য, সময় ঠিকই জানে, কীভাবে মেলাতে হয় পুরোনো শত্রুদেরও। এখনকার বন্ধুত্বটা যদি সিনেমা হতো তাহলে সেটার নাম নিশ্চয়ই হতো ‘মিশন পসিবল’।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!