জুলাই আন্দোলনের বিরোধিতা করে গত বছরের ২ আগস্ট বিটিভি এবং ৩ আগস্ট বিএফডিসিতে চলচ্চিত্র ও টেলিভিশন শিল্প মাধ্যমের কিছু শিল্পী, কলাকুশলী গণহত্যার সমর্থন দিয়ে জমায়েত করেছিলেন। আওয়ামী ফ্যাসিবাদের দোসর সেসব শিল্পী ও কলকুশলীদের বিচার এবং রাষ্ট্রীয়ভাবে বর্জন তালিকাভুক্তির দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদ।
রোববার (৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় বিএফডিসির সামনে ‘৩ আগস্ট চলচ্চিত্রের কালো দিবস’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। চলচ্চিত্র অঙ্গনে প্রায় দুই শতাধিক শিল্পী-কলাকুশলী মানববন্ধনে অংশ গ্রহণ করে জুলাই আন্দোলনের বিরোধিতাকারীদের শাস্তি দাবি করেন।
মানববন্ধনে চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জল বলেন, শুধু মুক্তচিন্তার মানুষ নয়, কেউই গণহত্যা সমর্থন করতে পারে না। কিন্তু কিছু দলকানা শিল্পী নামের কলঙ্ক দুর্নীতিগ্রস্ত দানব-দানবী নাটকবাজ ফ্যাসিস্ট হাসিনার আনুকূল্য পাওয়ার আশায় আমাদের সন্তানদের লাশের উপর দাঁড়িয়ে ৩৩ জুলাই বিটিভিতে ও ৩৪ জুলাই এফডিসিতে উল্লাস-উৎসব করেছিল। সেই কলঙ্কময় ঘৃণিত দিন আজ আমরা সকল জুলাই শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে এবং সেদিনের দানব-দানবীর প্রতি নিন্দা জানাই। আমাদের দাবি রাষ্ট্রীয় বর্জন তালিকায় সেদিনের সকলকে অন্তর্ভুক্ত করলে শহিদ আত্মারা শান্তি পাবে।
উজ্জল আরও বলেন, বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ পেয়েছে ফ্যাসিবাদের দোসর, অবিলম্বে তাকে অপসারণ করা না হলে, যেভাবে ফ্যাসিস্ট সরকারের পতন করেছে ছাত্র-জনতা, ঠিক একইভাবে চলচ্চিত্রের কলাকুশলীরা ফ্যাসিবাদের দোসর এমডিকে বয়কট করবে।
‘জুলাই আন্দোলনের বর্ষপূর্তি’ উপলক্ষে আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন, সঞ্চালনা করেন জাসাস কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য ও চলচ্চিত্র পরিচালক নাসির উদ্দিন মিলন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক চিত্রনায়স আশরাফ উদ্দিন আহমেদ উজ্জল।
এ সময় বক্তব্য রাখেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের মহাসচিব রফিকুল ইসলাম, জাসাস জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও অভিনেতা এবিএম সোহেল রশিদ, চলচ্চিত্র পরিচালক হানিফ রেজা মিলন, জাইএ’র প্রতিষ্ঠাতা সভাপতি হান্নান মজুমদার, চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক মো. আরমান, চলচ্চিত্র পরিচালক আবুল কালাম আজাদ, চলচ্চিত্র পরিচালক মনজুরুল ইসলাম মেঘ, জাইএ’র সাধারণ সম্পাদক জিএম সাঈদ, চিত্রনায়ক আবির চৌধুরী, অভিনেত্রী রোকেয়া সুলতানা কেয়া, চলচ্চিত্র ব্যবস্থাপক নজরুল ইসলাম, চলচ্চিত্র কর্মী আজিজুল হক খোকা প্রমুখ।
আপনার মতামত লিখুন :