অনেকদিন ধরে আলোচনার বাইরে থাকা সাবেক গ্ল্যামার মডেল ও সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব নায়লা নাঈম হঠাৎ করেই নিজের ফেসবুক পোস্টে প্রকাশ করলেন তীব্র অসন্তোষ। এক বছর আগে দেশে ঘটে যাওয়া গণঅভ্যুত্থান-পরবর্তী সময়েও জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে না আসায় তিনি এই হতাশা ব্যক্ত করেছেন।
নিজ দেশের বাস্তবতা নিয়ে সাম্প্রতিক একটি পোস্টে তিনি লেখেন, ‘বাংলাদেশে জন্মটা পাপ মনে হয় আমার কাছে। মনে হয় পূর্বপুরুষদের করা কোনো পাপের দুঃসহ শাস্তি মাথার উপর বয়ে নিয়ে বেড়াচ্ছি।’ দেশের নাগরিক জীবনের নিরাপত্তাহীনতা ও অরাজকতা নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি।
নায়লা লিখেছেন, তিনি একজন প্রাণীপ্রেমী এবং নিজ খরচে প্রায় ২৫টি বিড়ালের দেখাশোনা করেন। তার ভাষায়, ‘আমি নিজের টাকায় বাচ্চাদের খাওয়াই, কারো কাছে হাত পেতে টাকা এনে খাওয়াই না।’ কিন্তু বাজারে কোনো জিনিসপত্রের দাম না কমায় তিনি এখনো হিমশিম খাচ্ছেন বলে অভিযোগ করেন।
পোস্টে তিনি বলেন, ‘বলবো না আগের সরকার ভালো ছিল, কারণ যে সরকারই আসুক না কেন আমাদের সাধারণ মানুষের কোনো সময় ভাগ্যের পরিবর্তন হয় না।’
দীর্ঘদিন ধরে তার পালিত বিড়ালগুলোর বয়স ১৪ বছর পার হয়েছে, আর একটি বিড়াল ‘টফি’ ১৮ বছরে পা দিয়েছে বলেও জানান তিনি। এই বৃদ্ধ বিড়ালগুলোর জন্য ভালো খাবারের ব্যবস্থা করতে গিয়ে নায়লা নাঈম নিজেই কষ্টে পড়েছেন।
শুধু অর্থনৈতিক কষ্ট নয়, রাজধানীর চলাচল ব্যবস্থাও তার হতাশার কারণ হিসেবে উঠে এসেছে পোস্টে। হঠাৎ হর্ন বাজিয়ে ছুটে যাওয়া বাইক, ব্যাটারি রিকশা কিংবা দখল হয়ে যাওয়া ফুটপাত নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘ফুটপাত দিয়ে হেঁটে যাব সেটা তো চাঁদাবাজদের দখলে। যেখানে আগে ১টা চায়ের দোকান ছিল সেখানে এখন ৫টা।’
আলোচনার বাইরে থাকা নায়লা নাঈমের এই আবেগময়, ক্ষোভে ভরা পোস্ট সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলেছে। তার ব্যক্তিগত হতাশা যেন অনেক নাগরিকের সাধারণ বঞ্চনার প্রতিধ্বনি হয়ে উঠেছে।