বুধবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৫, ০১:৪৪ পিএম

মান্নান মোহাম্মদের কথা-সুরে গাইলেন কাজল আরিফ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৫, ০১:৪৪ পিএম

মান্নান মোহাম্মদ ও কাজল আরিফ। ছবি- সংগৃহীত

মান্নান মোহাম্মদ ও কাজল আরিফ। ছবি- সংগৃহীত

আদি ফোককে নতুন আবহে উপস্থাপনের উদ্যোগ নিয়েছে এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। ১০০ শিল্পীর ৪০০ গান নিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে এটিএন ফোক ক্লাব নামের অনুষ্ঠান। 

এরই মধ্যে বেশকিছু গানের রেকর্ডিং সম্পন্ন হযেছে। এতে কণ্ঠ দিয়েছেন দেশের গুণী ও জনপ্রিয় সংগীতশিল্পীরা। এ আয়োজনের সার্বিক তত্ত্বাবধান ও উদ্যোগে আছেন দেশবরেণ্য সংগীতজ্ঞ মান্নান মোহাম্মদ। সংগীত আয়োজনে তার সঙ্গে আছেন সানি মোহাম্মদ। সানি মোহাম্মদ মান্নান মোহাম্মদের পুত্র। তিনি লন্ডন থেকে সংগীত শিক্ষা সম্পন্ন করেছেন। 

শিগগিরই এফডিসিতে গানের দৃশ্যায়নের কাজ শুরু হবে। এতে দুটি গানে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী কাজল আরিফ। এর একটি মান্নান মোহাম্মদের কথা ও সুরে ‘তোর পিরিতের বিষে’। অন্যটি, কাজল আরিফের জনপ্রিয় গান ‘কেমন ভালোবাসো’। গানটি নতুন আঙ্গিকে করা হচ্ছে। 

এ প্রসঙ্গে কাজল আরিফ বলেন, ‘এটিএন ফোক ক্লাবে দুটি গানে ভয়েস দিয়েছি। আমি খুবই খুশি ও আনন্দিত। অসংখ্য জনপ্রিয় গানের গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক শ্রদ্ধেয় মান্নান মোহাম্মদের সঙ্গে কাজের সুযোগ পেয়ে খুবই উচ্ছ্বসিত। দেশের ফোক গানগুলোকে নতুন আঙ্গিকে শ্রোতাদের সামনে তুলে ধরতে এটিএন বাংলার এই উদ্যোগকে সাধুবাদ জানাই।’

মান্নান মোহাম্মদ বলেন, ‘এটিএন বাংলা সবসময় সুস্থ সংস্কৃতি লালন করে থাকে। ওই জায়গা থেকে দেশের শিকড়ের গান নিয়ে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন চ্যানেলটির চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। এদিকে, আজকাল ফোক গান নিয়ে বিভিন্ন আয়োজন চোখে পড়ে। যেখানে আধুনিকায়ন করা হয়। অনেকদিন ধরে আমি চাচ্ছিলাম গানগুলোর শিকড়ের স্বাদ অক্ষুন্ন রেখে দেশীয় ও পশ্চিমা বাদ্যযন্ত্রের সাহায্যে উপস্থাপন করতে। মাহফুজুর রহমান সাহেবের অনুপ্রেরণায় আর দেরি করিনি। আজকাল অনেকেই দেখা যায় গান গাইতে না পেরেও গাইছে। বিষয়টি উচিত নয়। আমার এখানে এর কোনো সুযোগ নেই। যারা প্রকৃত শিল্পী  তারাই সুযোগ পাবেন। সঙ্গে রয়েছে আমার সন্তান সানি মোহাম্মদ। সে লন্ডন থেকে পড়াশোনা শেষ করে এসে সংগীতে ক্যারিয়ার শুরু করেছে।’

বলে রাখা ভালো, দেশের জনপ্রিয় সংগীতশিল্পীদের একজন কাজল আরিফ। ২০১৩ সালে তার প্রথম একক অ্যালবাম ‘নতুন একটা প্রেমে পড়ো’ বাজারে আসে। এরপর থেকে নিয়মিত গান করছেন তিনি। প্রকাশ করছেন মৌলিক গান ও মিউজিক ভিডিও। শ্রোতামহলেও তার গানগুলো হয়েছে সমাদৃত। এর মধ্যে ‘স্বপ্নছেড়া’, ‘রবে না এ ধন’, ‘কেমন ভালোবাস’ এবং ন্যান্সির সঙ্গে দ্বৈত গান ‘বর্ষাবরণ’ উল্লেখযোগ্য।

Link copied!