গত শুক্রবার শুটিংয়ে যাওয়ার পথে দুর্ঘটনায় গুরুতর আহত লাইটম্যান রবিনের একটি হাত ইতোমধ্যেই কেটে ফেলা হয়েছে। এছাড়া অন্যান্য আহতদের অবস্থা এখনও আশঙ্কাজনক। এই ঘটনায় মিডিয়াপাড়ার অনেকেই উদ্বিগ্ন এবং তাদের পাশে দাঁড়ানোর জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে আহ্বান জানাচ্ছেন।
শুটিং সেটে অগ্নিদগ্ধ হওয়া অভিনেত্রী শারমিন আঁখিও রবিন ও অন্যান্য আহতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে রবিনের আহত হাতের ছবি শেয়ার করে লিখেছেন, “শুধু রবিনই নয়, আহত অন্যরাও আমাদের মিডিয়ারই অংশ। দিনের পর দিন তারা আমাদের সঙ্গে ঘাম ঝরিয়েছে, আজ মৃত্যুর সঙ্গে লড়ছে। আমাদের ‘মিডিয়া পরিবার’ কথায় নয়, বিপদের সময় একে অপরের পাশে দাঁড়ানোয় প্রমাণিত হয়। সব সংগঠন ও মিডিয়ার সবাই যেন এগিয়ে আসে। চিকিৎসার অভাবে এরা হয়তো আর সুস্থ হয়ে ফিরতে পারবে না। আল্লাহর কাছে প্রার্থনা করি, রবিনসহ আহত সবাইকে সুস্থ করে দিন।”
শারমিন আঁখি তার পোস্টে আরও জোর দিয়ে বলেছেন, “মিডিয়ার মধ্যে যদি সত্যিই একটি পরিবার হতে চাই, তবে প্রত্যেককে দায়িত্ব ভাগাভাগি করে এগিয়ে আসতে হবে।”
এর আগে ৫ সেপ্টেম্বর ভোরে পরিচালক আর্থিক সজীবের শুটিং ইউনিট বহনকারী একটি পিকআপ টাঙ্গাইলে দুর্ঘটনার শিকার হয়। এতে লাইটম্যান, জেনারেটরকর্মী ও চালকসহ সাতজন গুরুতর আহত হন। আহতদের মধ্যে রবিন বর্তমানে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন