দেশের সংগীত অঙ্গনে নতুনভাবে যাত্রা শুরু করতে যাচ্ছেন সংগীতশিল্পী এম এইচ কৌশিক।
দীর্ঘদিনের প্রস্তুতি ও স্বপ্ন বুকে ধারণ করে তিনি প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে পা রাখছেন সংগীতজগতে। খুব শিগগিরই প্রকাশ পেতে যাচ্ছে তাঁর প্রথম মৌলিক গান।
আত্মপ্রকাশ প্রসঙ্গে এম এইচ কৌশিক বলেন, নিজের কণ্ঠে শ্রোতাদের জন্য কিছু নতুন উপহার দিতে চাই। সবার ভালোবাসাই আমার শক্তি।
নতুন কণ্ঠ হিসেবে তার এই যাত্রা ইতোমধ্যে সংগীতপ্রেমীদের মাঝে ইতিবাচক আগ্রহ তৈরি করেছে।
সম্প্রতি একটি জিঙ্গেলে কণ্ঠ দিয়েছেন তিনি। পাশাপাশি ভারত-বাংলাদেশের যৌথ সংগীত আয়োজনে দুটি মৌলিক গানের কাজও সম্পন্ন করেছেন। গান দুটি’র মিউজিক ভিডিওর কাজ চলছে।
গান দুটির সংগীত আয়োজন করেছেন সংগীত পরিচালক সাজেদুর শাহেদ।
তিনি জানান, এম এইচ কৌশিকের মায়াবী কণ্ঠ শ্রোতাদের মন জয় করবে-আমি আশাবাদী।
নতুন এই কণ্ঠের প্রথম গান প্রকাশের অপেক্ষায় এখন তাঁর ভক্ত ও সংগীতপ্রেমীরা।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন